শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বরুড়া

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বরুড়াmap
Remove ads

বরুড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি বরুড়া উপজেলার সদর। শহরটি বরুড়া উপজেলার বৃহত্তম শহরাঞ্চল।

দ্রুত তথ্য বরুড়া, দেশ ...
Remove ads

জনসংখ্যা

বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী বরুড়া শহরের মোট জনসংখ্যা ৪৯,১২৬ জন যার মধ্যে ২৪,৩১৮ জন পুরুষ এবং ২৪,৮০৮ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৮। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ৯,৮০৭টি।[]

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৩৭৭৩২৮° উত্তর ৯১.০৫৫০২২° পূর্ব / 23.377328; 91.055022। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১৩.১৫ মিটার[]

প্রশাসন

১৯৯৫ সালে বরুড়া শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে বরুড়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২৬টি মহল্লায় বিভক্ত। ২৩.১৩ বর্গ কি.মি. আয়তনের বরুড়া শহরের এলাকাটি বরুড়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

বরুড়া শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৮২.৮ ভাগ।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads