শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বলি (ওয়েব ধারাবাহিক)
বাংলাদেশী ওয়েব ধারাবাহিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বলি একটি বাংলাদেশী ওয়েব ধারাবাহিক সিরিজ। নাটকের কাহিনী লিখেছেন নাসিফ ফারুক আমিন এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন। পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। ধারাবাহিক নাটকটি ৩ ডিসেম্বর ২০২১ সালে হইচই অনলাইন প্লাটফর্মে মুক্তি পায়। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, সাফা কবির, সালাউদ্দিন লাভলু, লুৎফুর রহমান জর্জ এবং ইরেশ যাকের।[২]
Remove ads
পটভূমি
বলি আইনহীন দ্বীপ ছেঁড়াদিয়ার প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতার গল্প এটি। এটি কিংবদন্তি ফার্সি গল্প 'রুস্তম এবং সোহরাব' এর অনুকরণে নির্মিত। অপরাধ সম্রাট সোহরাব চঞ্চল চৌধুরী ছেঁড়াদিয়া দ্বীপে নিষ্ঠুর হাতে শাসন করেন। অরাজকতা বৃদ্ধি পায়, এবং সোহরাবের বন্দুক এবং বন্দুকধারীরা সমস্ত কিছু সামলায়। স্মৃতি শক্তি হারিয়ে একদিন এই বন্য জগতে এক আহত অপরিচিত ব্যক্তি (শোহেল রানা) আসে। স্থানীয় পতিতালয়ের বন্দীরা তাকে সুস্থ করে এবং তার নাম দেয়, রুস্তম। রুস্তম কি সোহরাবের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটাবে?
Remove ads
কুশীলব
- সোহরাব কোম্পানির চরিত্রে চঞ্চল চৌধুরী
- রুস্তমের চরিত্রে সোহেল মন্ডল
- আনারকলি চরিত্রে সোহানা সাবা
- আয়েশা চরিত্রে সাফা কবির
- মজিদ কোম্পানির চরিত্রে সালাউদ্দিন লাভলু
- নিজামের চরিত্রে জিয়াউল হক পলাশ
- শাহজাহান বলির চরিত্রে নাসির উদ্দিন খান
- সেলিম চেয়ারম্যান চরিত্রে লুৎফর রহমান জর্জ
- জয়নাল হুজুরের চরিত্রে ইরেশ যাকের
- মাতা মহুরীর চরিত্রে কাজী রোকসানা রুমা
- পুলিশ চরিত্রে রিশাদ মাহমুদ
প্রযোজনা
২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটার বিভিন্ন স্থানে এর প্রধান আলোকচিত্র গ্রহণ করা হয়।[৩]
মুক্তি
বলি ৩ ডিসেম্বর ২০২১-এ হইচই তে মুক্তি পায়, সমস্ত পর্ব একসাথে প্রকাশিত হয়।[৪]
পর্ব
ধারাবাহিক ১ (২০২১)
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads