শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বাংলাদেশের জলবায়ু

বাংলাদেশের আবহাওয়া উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত হলেও মহাদেশীয়-অক্ষাংশীয় অবস্থানের দিক থেকে এটি উত্তর অক্ষে অবস্থিত। অক্ষাংশীয় মানানুসারে এদেশের অবস্থান ২০ডি. ৩৪মি. উত্তর অক্ষরেখা হতে ২৬ডি. ৩৮মি. উত্তর অক্ষরেখার এবং দ্রাঘিমাংশীয় মানানুসারে ৮৮ডি. ০১মি. পূর্ব দ্রঘিমারেখা হতে ৯২ডি. ৪১মি. পূর্ব দ্রঘিমারেখার মধ্যবর্তী স্থানে[]কর্কটক্রান্তি রেখা এদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে আর ভারত মহাসাগরীয় অঞ্চলের মৌসুমী স্রোত এদেশের দক্ষিণ-প্রান্তবর্তী বঙ্গোপসাগর দিয়ে অতিক্রম করায় এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে।বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগে সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত হয় এবং রাজশাহী বিভাগে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।

Remove ads

শীতকাল

নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল। সূর্যের অবস্থান দক্ষিণ গোলার্ধে।

  • সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সে.
  • সর্বনিম্ন তাপমাত্রা ১০° সে.
  • গড় তাপমাত্রা ১৭.৭° সে.

গ্রীষ্মকাল

মার্চ হতে মে মাস বাংলাদেশে গ্রীষ্মকাল । সূর্যের অবস্থান উত্তর গোলার্ধে।

  • সর্বোচ্চ তাপমাত্রা ৩৮° সে.
  • সর্বনিম্ন তাপমাত্রা ২১° সে.
  • গড় হিসেবে উষ্ণতম মাস এপ্রিল

বর্ষাকাল

  • জুন- অক্টোবর
  • গড় তাপমাত্রা ২৭° সে.
  • গড় বৃষ্টিপাত ২০৩ সে.মি.
  • সর্বনিম্ন বৃষ্টিপাত ১১৯ এবং
  • সর্বোচ্চ ৩৪০ সে.মি.

জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করে।ফলে জুন থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বর্ষাকাল শুরু হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্র থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প বহন করে নিয়ে আসে।জুন–জুলাই মাসে সারাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়।সিলেট বিভাগে সর্বোচ্চ ও রাজশাহী বিভাগে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়।অক্টোবরের মাঝামাঝি সময়ে দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়।

বিভাগীয় শহরসমূহের জলবায়ু তথ্য

আরও তথ্য ঢাকার জলবায়ু তথ্য (১৯৮১-২০১০), মাস ...
আরও তথ্য চট্টগ্রামের জলবায়ু তথ্য (১৯৮১-২০১০), মাস ...
আরও তথ্য খুলনার জলবায়ু তথ্য, মাস ...
আরও তথ্য বরিশালের জলবায়ু তথ্য (১৯৮১-২০১০), মাস ...
আরও তথ্য রাজশাহীর জলবায়ু তথ্য, মাস ...
আরও তথ্য রংপুরের জলবায়ু তথ্য (১৯৮১-২০১০), মাস ...
আরও তথ্য সিলেটের জলবায়ু তথ্য, মাস ...
আরও তথ্য ময়মনসিংহের জলবায়ু তথ্য, মাস ...
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads