শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বাড্ডা থানা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাড্ডা থানাmap
Remove ads

বাড্ডা বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলায় অবস্থিত একটি থানা। এটি ক্যান্টনমেন্ট থানা এবং গুলশান থানার অংশ থেকে ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গঠন করা হয়।[] বাজার রোড, বেপারীপারা, পূর্ব বাড্ডা-রুপনগর, আদর্শনগর, জয়বাংলার মোর, কবরস্থান রোড এবং পোস্ট অফিস রোড এ এলাকার অন্তর্গত। এ এলাকায় একটি সাব-পোস্ট অফিস রয়েছে এবং প্রায় প্রতিটি গলিতে মসজিদ রয়েছে।

দ্রুত তথ্য বাড্ডা, দেশ ...
Remove ads

অবস্থান

বাড্ডা ঢাকার ২৩.৭৮৬১১১° উত্তর ৯০.৪২৫° পূর্ব / 23.786111; 90.425 স্থানে অবস্থিত। এর মোট আয়তন ১৬.৭৮  বর্গ কিলোমিটার।

নামকরণ

'বেদে' বা বাইদ্দা সম্প্রদায় হতে বাড্ডা নামের উদ্ভব। []

বাড্ডা থানার অধীন এলাকা

Thumb
দক্ষিণ বাড্ডা, গুলশান হ্রদের পাড়ে (২০১৭ খ্রিস্টাব্
  • দারোগা বাড়ি
  • ৩০ ফিট
  • বৈঠাখালী
  • হাজী বাড়ি
  • উত্তর বাড্ডা
  • দক্ষিণ বাড্ডা
  • মধ্য বাড্ডা
  • মেরুল বাড্ডা
  • বাড্ডা ডিআইটি প্রকল্প
  • শাহজাদপুর
  • কালাচাঁদপুর
  • নর্দা
  • লিচুবাগান
  • কুড়িল
  • জোয়ারসাহারা
  • আফতাবনগর
  • বাজার রোড
  • বেপারীপারা
  • পূর্ব বাড্ডা-রুপনগর
  • আদর্শ নাগার
  • খিলবারিটেক
  • নুরেরচালা
  • জয়বাংলার মোড়
  • কবরস্থান রোড,
  • পোস্ট অফিস রোড
  • বেরাইদ

শিক্ষা

বাংলাপিডিয়া অনুসারে, এখানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অবস্থান। এখানকার উল্লেখযোগ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অন্যতম হল বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সাতারকুল স্কুল ও কলেজ, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা ইম্পেরিয়াল কলেজ এবং উল্লেখযোগ্য প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্যতম হল বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়,

গ্লোবাল আইডিয়াল স্কুল , সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। কয়েকটি আইন বিদ্যালয় এবং বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads