শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বুদ্ধি (গুণ)
ভারতীয় দার্শনিক ধারণা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বুদ্ধি (সংস্কৃত: बुद्धि) বৈদিক সংস্কৃত শব্দ যার অর্থ বুদ্ধিবৃত্তিক অনুষদ ও "ধারণা, যুক্তি, বিবেক, বিচার, উপলব্ধি, বোঝা" গঠন ও ধরে রাখার ক্ষমতা।[১][২]
ব্যুৎপত্তি
বুদ্ধি, বৈদিক সংস্কৃত মূল "বুধ" থেকে উদ্ভূত, যার আক্ষরিক অর্থ "জাগ্রত হওয়া, পর্যবেক্ষণ করা, মনোযোগ দেওয়া, উপস্থিত হওয়া, শেখা, সচেতন হওয়া, জানতে, আবার সচেতন হওয়া"।[১] এই শব্দটি ঋগ্বেদ ও অন্যান্য বৈদিক সাহিত্যে ব্যাপকভাবে দেখা যায়।[১] বুদ্ধি অর্থ, মনিয়ার উইলিয়ামস বলেন, "গঠন, ধারণা ধরে রাখার ক্ষমতা; বুদ্ধি যুক্তি, বুদ্ধি মন", বুদ্ধিবৃত্তিক অনুষদ এবং কিছু "বিবেচনা, বিচার, বোঝা, বোঝা" করার ক্ষমতা।[১][৩]
বুদ্ধি হল, স্ত্রীলিঙ্গ সংস্কৃত বিশেষ্য যা বুধ, জাগ্রত হওয়া, বুঝতে, জানা থেকে উদ্ভূত। একই মূল হল, আরও পরিচিত পুংলিঙ্গ রূপ বুদ্ধ এবং বিমূর্ত বিশেষ্য বোধির ভিত্তি।
বুদ্ধি মনস (मनस्) যার অর্থ "মন" এবং অহংকার (अहंंकाऱ) যার অর্থ "আমি-বোধ" থেকে বৈপরীত্য।[২][৩][৪]
Remove ads
ব্যবহার
সাংখ্য ও যোগিক দর্শনে মন ও অহং উভয়ই প্রকৃতির রাজ্যের রূপ যা পুরুষ (জীবাত্মার চেতনা-সার) এর ভুল ধারণার মাধ্যমে তিনটি গুণের একটি কাজ হিসাবে বস্তুতে আবির্ভূত হয়েছে।বৈষম্যমূলক প্রকৃতি, বুদ্ধি হল যা সত্যকে মিথ্যা থেকে নির্ণয় করতে সক্ষম হয় এবং এর মাধ্যমে জ্ঞানকে সম্ভব করে তোলে।[তথ্যসূত্র প্রয়োজন]
আরও দেখুন
- তিন দেহ মতবাদ
- নামরূপ
- চিত্ত
- জ্ঞান (ভারতীয় দর্শন)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads