শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Remove ads

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংক্ষেপে: বেরোবি) বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[] যা রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ দ্বারা স্থাপিত হয়, পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯ আইন দ্বারা অধ্যাদেশটি লোপ করা হয়।[] রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে ২০১১ সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নাম “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” নামকরণ করা হয়।[] বর্তমানে ২২টি বিভাগে স্নাতক স্তরে ৫৯৮২ জন এবং স্নাতকোত্তর স্তরে ১০৬৮ জন মিলে মোট ৭০৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[]

দ্রুত তথ্য প্রাক্তন নাম, নীতিবাক্য ...
Remove ads

ইতিহাস

২০০৮ সালের ২ ফেব্রুয়ারি রংপুরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে রংপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ দ্বারা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, শুরুতে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালের ৪ এপ্রিল ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।[] ২০১১ সালে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।[] ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর ক্যাডেট কলেজকারমাইকেল কলেজের নিকটবর্তী ২০০১ সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে অধিগ্রহণকৃত [] জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম স্থানান্তরিত হয়।[]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Remove ads

ক্যাম্পাস

Thumb
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাস।
Thumb
পাখির চোখে বেরোবি
Thumb
প্রশাসনিক ভবন, বেরোবি।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজরংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত।

ক্যাম্পাসটিতে ৩০০ প্রজাতির প্রায় ৩৬ হাজার গাছ আছে। এর মধ্যে ওষুধি, ফলজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে।[][১০]

আবাসিক হলসমূহ

ছাত্র হল

মুজিবুর রহমান হল

  • শহীদ মুখতার ইলাহী হল
Thumb
বিজয় ২৪ হল ও শহীদ মুখতার ইলাহী হল।
Thumb
বিজয় ২৪ হল ও শহীদ মুখতার ইলাহী হল।

ছাত্রী হল

  • শহীদ ফেলানী হল (পুর্ব নাম - শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল)
  • নাম নির্ধারন হয় নি(নির্মাণাধীন)
Thumb
শহীদ ফেলানি হল

স্থাপত্যসমূহ

Thumb
স্বাধীনতা স্মারক, বেরোবি।
  • স্বাধীনতা স্বারক
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতি
  • শহীদ মিনার (অস্থায়ী)
Remove ads

অনুষদ ও বিভাগ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং এর অধীনে পঠিত বিভিন্ন বিভাগ এর নাম:

কলা অনুষদ

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • অর্থনীতি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজ বিজ্ঞান বিভাগ
  • জেন্ডার ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
  • লোকপ্রশাসন বিভাগ

বিজ্ঞান অনুষদ

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ

জীব ও ভূবিজ্ঞান অনুষদ

  • দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ ।
  • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ।

ব্যবসায় শিক্ষা অনুষদ

  • হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ
  • ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ

ইনস্টিটিউট

এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলেও সে প্রতিষ্ঠান অদ্যাবধি স্বতন্ত্রভাবে তার কার্যক্রম শুরু করতে পারেনি।[১১]

প্রোগ্রাম

এই বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত প্রোগ্রাম চালু আছে:

অস্নাতক প্রোগ্রাম

  • বি.এস.সি. (প্রকৌশল)
  • বি.এস.সি. (অনার্স)
  • বি. এ. (অনার্স)
  • বি.বি.এ. (প্রোগ্রাম)
  • বি.এস.এস. (অনার্স)

স্নাতক প্রোগ্রাম

  • এম.এস.সি. (প্রকৌশল)
  • এম.এস.সি.
  • এম.এ.
  • এম.বি.এ.
  • এম.এস.এস.

স্নাতকোত্তর প্রোগ্রাম

  • এমফিল
  • পিএইচডি

অন্যান্য প্রোগ্রাম

  • এম.বি.এ. (সন্ধ্যা)

উপাচার্যের তালিকা

আরও তথ্য নাম, হইতে ...

সহশিক্ষা কার্যক্রম

সারাংশ
প্রসঙ্গ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সক্রিয় সহশিক্ষা সংগঠনসমূহ (বর্ণানুক্রমিক)

ক্রিয়া

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দাবা সমিতি
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (BRUSA)

পরিবেশবাদী সংগঠন

  • গ্রীন ভয়েস
  • বহ্নিশিখা

বিজ্ঞান

  • জনবিজ্ঞান আন্দোলন
  • প্রগতি বিজ্ঞান আন্দোলন
  • বিজ্ঞান আন্দোলন মঞ্চ
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি (BRUGA)
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতি (BRU CHEMICAL SOCIETY)
  • বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন
  • সেন্টার ফর ডিজাস্টার এইড (সিডিএ)[১৮]

স্বেচ্ছাসেবী সংগঠন

  • স্বপ্নসিঁড়ি

সাংস্কৃতিক

  • আদিস
  • উদীচী
  • ইকোনমিকস স্টুডেন্টস এসোসিয়েশন
  • ইংলিশ কালচার সোসাইটি (ইসিএস)
  • এআইএস ক্লাব-একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ক্লাব, বেরোবি
  • গুনগুন
  • চারণ সাংস্কৃতিক কেন্দ্র
  • জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ স্টুডেন্টস এসোসিয়েশন
  • ডিবেটিং হাউজ অফ পলিটিকাল সায়েন্স
  • পাবলিক এডমিনিস্ট্রেশন স্টুডেন্ট সোসাইটি
  • ফিল্ম এন্ড আর্ট সোসাইটি (ফ্লাস), বেরোবি
  • বিছনবাড়ি সাহিত্য আড্ডা
  • বিশ্বসাহিত্য কেন্দ্র
  • বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)
  • বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
  • ম্যানেজমেন্ট নেট
  • রণন
  • রাষ্ট্রবিজ্ঞান সংসদ
  • সনাতন বিদ্যার্থী সংসদ, বেরোবি

বিবিধ

  • মার্কেটিং আই, মার্কেটিং বিভাগ।
  • রেডলাইট (শুধুমাত্র সিএসই স্টুডেন্টদের সংগঠন)
  • রিসার্চ অফ ফ্রিডম বই পর্যালোচনা ও ভ্রমণ বিষয়ক সংগঠন
Remove ads

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

  • আবু সাঈদ-কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ।

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads