শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়া

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ভিক্টোরিয়া, ব্রিটিশ কলাম্বিয়াmap
Remove ads

ভিক্টোরিয়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী। এটি কানাডার দক্ষিণ দিকে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। শহরটির জনসংখ্যা ৮৫,৭৯২। ভিক্টোরিয়া কানাডার সপ্তম বৃহত্তম জনবহুল শহর। এর ঘনত্ব ৪,৪০৫.৮ জন প্রতি বর্গকিলোমিটার (১১,৪১১ জন/বর্গমাইল).[]

দ্রুত তথ্য ভিক্টোরিয়া, The Corporation of the City of Victoria ...

এটি কানাডার পশ্চিমাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। কানাডার সবচেয়ে বড় শহর ভ্যানকুভার থেকে এর দুরত্ব ১০০ কিমি (৬০ মা)। সিয়েটোল থেকেও এর দুরত্ব ১০০ কিমি (৬০ মা)ওয়াশিংটন, ডি.সি. থেকে এর দুরত্ব ৪০ কিমি (২৫ মা)

শহরটির নামকরণ করা হয়েছে রাণী ভিক্টোরিয়ার নামে। ১৮৪৩ সালে এখানে ব্রিটিশদের উপনিবেশ শুরু হয়। শহরটি উত্তর আমেরিকার প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। এখনও এখানে কিছু পুরনো স্থাপত্যের নিদর্শন রয়েছে। উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে সাংসদ ভবন এবং ইমপ্রেস হোটেল অন্যতম। ১৮৯৭ সালে সাংসদ ভবনের কাজ শেষ হয়। ১৯০৮ সাকে ইমপ্রেস হোটেলের কাজ শেষ হয়। সান ফ্রান্সিস্কোর পরে এই শহরটির চায়নাটাউন সবচেয়ে পুরনো। ইউরোপীয়দের আগমনের আগেও এখানে বাইরের লোকেরা বাণিজ্য করতে আসতো।

শহরটিকে "বাগান শহর" নামেও ডাকা হয়। পর্যটকদের প্রধান আকর্ষণগুলোর মধ্যে এটি একটি।[] সেরা ২০টি বসবাসযোগ্য শহরের মধ্যে এটি অন্যতম।[১০] বিদেশ থেকে পড়াশুনা করতে অনেক শিক্ষার্থী এই শহরে আসেন। বিশেষ করে ভিক্টোরিয়ার শিল্পকলা কলেজে বিদেশী শিক্ষার্থীরা পড়াশুনা করতে আসেন। ভিক্টোরিয়া এর সমুদ্র সৈকত এবং উপকূলীয় এলাকার জন্য বিখ্যাত। সদ্য চাকরি শেষ হওয়া বৃদ্ধরা এখানে আসেন এর আবহাওয়ার স্বাদ নিতে, বিশেষ করে গ্রীষ্ম উপভোগ করতে।

Remove ads

ইতিহাস

প্রাথমিক ইতিহাস (১৭৭০-১৮৭১)

১৭০০ সাল থেকে এখানে স্পেনীয় এবং ব্রিটিশ অভিযানকারীরা আসতে শুরু করে। এর আগে এখানে কোস্ট সেলিশ জাতি-সহ আরও কিছু বিদেশি মানুষ বসবাস করত। ১৭৭৪ সালে জুয়ান পেরেয আসেন। এবং ১৭৭৮ সালে আসেন জেমস কুক

আধুনিক ইতিহাস (১৮৭১-বর্তমান)

উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ভিক্টোরিয়ার বন্দর উত্তর আমেরিকার সবচেয়ে বড় আফিম আমদানী করার বন্দর হয়ে ওঠে। হং কং থেকে এই আফিমগুলো এখানে আসতো। ১৮৬৫ সাল পর্যন্ত আফিম আমদানি করা বৈধ ছিল এবং কোনরকম নিয়ম-নীতি ছিল না। ১৮৬৫ সালে আইনের মাধ্যমে আফিম আমদানি নিয়ন্ত্রণ করা শুরু হয়। ১৯০৮ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়।[১১]

Remove ads

বিনোদন

ভিক্টোরিয়ার আবহাওয়া, অবস্থান এবং পরিবেশ একে বিভিন্ন অনুষ্ঠানের স্থান বানিয়েছে। বিশেষ করে পর্বতারোহণ, গলফ, কায়াকিং, দৌড়ানো, রক ক্লাম্বিং, জলের খেলাধুলা ইত্যাদি।

Thumb
বোস্টন চত্তরে একটি সাইকেলের রেস চলছে

সাইক্লিং শহর হিসেবে ভিক্টোরিয়া বিখ্যাত।[১২] এই শহরে সাইকেল চালানোর জন্য কয়েক'শ কিলোমিটারের আলাদা লেন রয়েছে। বিশেষ করে গ্যালোপিং গুজ আঞ্চলিক ট্রেইলটি বিখ্যাত। এছাড়াও এখানে পাহাড়ি পথে সাইকেল চালানোর জন্য আলাদা সু-ব্যবস্থা আছে। এটি মাউন্ট ওয়ার্ক রিজিওনাল পার্কে অবস্থিত।[১৩] ভিক্টোরিয়া ক্রমশই বাইকারদের জন্য একটি পছন্দের স্থান হয়ে উঠছে।[১৪] এখানে সাইক্লিস্টদের কিছু গ্রুপ রয়েছে। যেমন গ্রেটার ভিক্টোরিয়া সাইক্লিং কোয়ালিশন অন্যতম। আবার বাইক টু ওয়ার্ক সেসাইটি নামে আরও একটি সংস্থা রয়েছে। এই সংগঠনগুলো সাইকেল সংক্রান্ত সুযোগ-সুবিধা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।২০০৫ সালে, ৫% মানুষকে গণ পরিবহন থেকে সাইকেল চালানোতে উৎসাহিত করতে পেরেছে।[১৫]

Remove ads

স্থাপনা

ভ্যানকুভারের সবচেয়ে বড় নদীর বাঁধ হচ্ছে জর্ডান নদী বাঁধ। পানির স্রোত দ্বারা এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে। [১৬]

এবং স্পুক হ্রদ থেকে পুরো শহরের পানি সরবরাহ করা হয়।

তথ্যসূত্র

বাইরের সংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads