শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মদন ইউনিয়ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মদন ইউনিয়ন
Remove ads

মদন ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৩০.৭২.৫৬.৫২।[]

দ্রুত তথ্য মদন, ৩ নং মদন ইউনিয়ন ...
Remove ads

ইতিহাস

ভৌগোলিক অবস্থান ও আয়তন:

উত্তরে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন ও দক্ষিণে তিয়শ্রী ইউনিয়ন অবস্থিত।পূর্ব দিকে অবস্থিত গোবিন্দশ্রী ইউনিয়ন। পশ্চিমে নব গঠিত মদন পৌরসভা।এ ইউনিয়নের মোট আয়তন ৬১০৮ একর বা ২৪.৭২ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা:

মদন ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —বিবরিকান্দী, কুলিয়াটি, মদন দক্ষিণ পাড়া, মদন, উচিতৎপুর,আরগীলা, বাজিতপুর,কাপাসাটিয়া,পরশখিলা,বারবুড়ী, গঙ্গানগর,কায়করিয়া।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মদন ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ১৬১২৩ জন[], যারা ৩২৯১ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ৮১১৪ জন এবং নারী হল ৮০০৯ জন।

শিক্ষা ও সংস্কৃতি:

মদন ইউনিয়নের গড় সাক্ষরতা হার ২৮.০%। তার মধ্যে নারী শিক্ষার হার ২৬.৩% এবং পুরুষ শিক্ষার হার ২৯.৭%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ১:কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত -১৯৩০খ্রী।

২: উচিত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩:পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪:কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অর্থনীতি ও যোগাযোগ:

মদন ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

মদন পৌর সভা ও জেলা সদর স্থল ও জলপথে সারা বছর যোগাযোগ করা যায়।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads