শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মরীচিকা (ওয়েব ধারাবাহিক)
২০২১-এর বাংলা ওয়েব ধারাবাহিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মরীচিকা শিহাব শাহীন রচিত ও পরিচালিত বাংলাদেশী অপরাধ থ্রিলার ওয়েব ধারাবাহিক। এটি প্রযোজনা করেন রেদওয়ান রনি। এটি চরকি ওয়েব প্ল্যাটফর্মের প্রথম অনুষ্ঠান।[১] ২০২১ সালের ১২ই জুলাই ধারাবাহিকটির প্রথম মৌসুম প্রচারিত হয়। প্রথম মৌসুমে আটটি পর্ব রয়েছে।
আগষ্ট ১৪-এর শিহাব শাহীন আবারও সত্য ঘটনা অবলম্বনে তার নতুন ওয়েব ধারবাহিকের কাজ শুরু করেন।[২] এটি ২০০২ সালে ঘটে যাওয়া মডেল তিন্নি হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত।[৩]
Remove ads
পটভূমি
একটি হত্যাকাণ্ডকে ঘিরে গল্পটি আবর্তিত। এক সকালে ব্রিজের নিচে এক তরুণী মডেলের লাশ পাওয়া যায়। পুলিশের উপ-পরিদর্শক শাকিল এই মামলার তদন্ত শুরু করেন। তদন্তের ফলে বেরিয়ে আসতে থাকে অন্ধকার জগতের নানা গোপন তথ্য।
অভিনয়শিল্পীদল
- মাহিয়া মাহি - বহ্নি[৪]
- আফরান নিশো - সালাম শরীফ ওরফে বাবু ভাই
- সিয়াম আহমেদ - এসআই শাকিল
- ফারহান আহমেদ জোভান - জুয়েল
- নাজনীন হাসান চুমকি
- ফারজানা রিক্তা - শাকিলের স্ত্রী
- নরেশ ভূঁইয়া
- আবদুল্লাহ রানা - ওসি
- জুলফিকার চঞ্চল
- এ কে আজাদ সেতু
- শিমুল খান
- তৌফিকুল ইমন
- সাজ্জাদ সাজু
- মাগফুজুর রহমান সেনা
- প্রাণেশ রায়
- হোসেন নীরব
- মহসিন আলম
- তুহিন চৌধুরী
- রাশেদুল আওয়াল শাওন
- জয়
- হাফিজ খান
- মুকুল জামিল
- রূপক মুসলি
- আরমান সাদিক
- রাসেল হোসেন
- রাব্বি হক
- মাইদুল হাসান
- সোনালি রহমান
- বৃষ্টি ইসলাম
- রাকিবুল ইসলাম
- আকাশ মৃধা
- রাকিব হাসান
Remove ads
পর্ব
পুরস্কার ও মনোনয়ন
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads