শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মল্লভূম
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মল্লভূম হল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর (আদি নাম বন বিষ্ণুপুর) শহরের মল্ল রাজবংশ কর্তৃক শাসিত প্রাচীন একটি রাজ্য।
বিস্তার
বিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে মল্লভূম বলা হত। অধুনা বাঁকুড়া থানার মূল অঞ্চলটি (ছাতনা, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর ও ইন্দাস বাদে) মল্লভূম রাজ্যের অন্তর্গত ছিল। অতীতে বিষ্ণুপুর রাজ্যের বিস্তার অনেক বেশি ছিল। উত্তরে সাঁওতাল পরগনার দামিন-ই-কোহ থেকে দক্ষিণে মেদিনীপুর জেলা পর্যন্ত এই রাজ্য প্রসারিত ছিল। বর্ধমান জেলার পূর্ব অংশ ও ছোটোনাগপুর মালভূমির কিছু অংশ এই রাজ্যের অন্তর্গত ছিল।[১]
বিষ্ণুপুরের রাজাদের বলা হত মল্ল রাজা। সংস্কৃত ভাষায় "মল্ল" শব্দের অর্থ কুস্তিগির। তবে এই অঞ্চলের মাল উপজাতির নামের সঙ্গে এই নামের যোগ থাকা সম্ভব।[১]
খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসন শুরুর আগে পর্যন্ত প্রায় ১০০০ বছর বাঁকুড়া জেলার ইতিহাস মল্লভূম রাজ্যের উত্থানপতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।[১] বিপত্তারিণী দেবীর কিংবদন্তিটি এই মল্লরাজাদের সঙ্গে যুক্ত।[২]
Remove ads
মল্ল শাসকগণ
সারাংশ
প্রসঙ্গ
মল্লরা তাদের নিজস্ব ক্যালেন্ডার শুরু করেছে যা মল্ল যুগ (মল্লবদা)। কথিত আছে যে, ভাদ্র মাসের (আগস্ট-সেপ্টেম্বর) ১০২ খ্রিস্টাব্দের বাংলা ক্যালেন্ডারে ইন্দ্র দ্বাদশীর দিন থেকে মল্ল যুগ শুরু হয়েছিল।[৩]
Remove ads
মন্দির
ইস্টার্ন সার্কেলের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেনডেন্ট ডক্টর ব্লোচের মতে, বারোটি তারিখের মন্দিরগুলি কালানুক্রমিক ক্রমে নিম্নরূপ:[৬][৭]
জনপ্রিয় সংস্কৃতিতে
ফিল্ম
- ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, কলকাতা, আপনাদের জন্য নিয়ে এসেছে 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗔𝗿𝗰𝗵𝗶𝘃𝗲 থেকে চতুর্থ ডকুমেন্টারি 𝗗𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁𝗮𝗿𝘆 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗲𝘀𝘁𝗶𝘃𝗮𝗹 . ভিডিওটি বিষ্ণুপুর রাজ্যের ধ্রুপদ ঘরানার একটি উপস্থাপনা।
Gallery
- 1600}} CE)
- 1643}} CE)
- 1726}} CE)
- 1737}} CE)
- 1656}} CE)
- 1655}} CE)
- 1726}} CE)
- 1694}} CE)
- 1728}} CE)
- 1729}} CE)
- 1643}} CE)
- Bishnpur fort gate
- Panchchura temple
- Stone chariot of Bishnupur
- Nandalal Temple
- Rashmancha (gate)
- Jor Bangla Temple (arches)
- Jor Bangla temple (Terracotta work)
- Jor Bangla Temple (Ramayana motifs)
- Shyamrai Temple (RasChakra)(Terracotta work)
পাদটীকা
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads