শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মহাপদ্ম নন্দ

নন্দ রাজবংশের প্রথম রাজা ছিলেন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মহাপদ্ম নন্দ
Remove ads

মহাপদ্ম নন্দ (সংস্কৃত: महापद्म नन्द) নন্দ রাজবংশের প্রথম রাজা ছিলেন যিনি ৩৪৫ খ্রিস্টপূর্বাব্দ[] থেকে ৩২৯ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত মগধ রাজত্ব করেন।

Thumb
মহাপদ্ম নন্দের রাজ মুদ্রা

রাজত্বকাল

মৎসপুরাণ মতে মহাপদ্মনন্দ মোট ৮৮ বছর রাজত্ব করেন। যদিও বায়ুপুরাণ অনুযায়ী, তিনি ২৮ বছর রাজত্ব করেন। বৌদ্ধ গ্রন্থ ‘দীপবংশ’ এবং ‘মহাবংশ’ অনুযায়ী মহাপদ্ম নন্দ এবং তাঁর উত্তরাধিকারীরা মোট ২২ বছর রাজত্ব করেন। তাঁর দেহাবসান হয় আনুমানিক ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে।[]

সংক্ষিপ্ত জীবনী

মহাপদ্ম নন্দ শিশুনাগ রাজবংশের শেষ ক্ষত্রিয় রাজা মহানন্দিনের শূদ্র স্ত্রীর গর্ভজাত পুত্র ছিলেন।[][] তিনি মহানন্দিন ও তার অন্যান্য পত্নীদের সকল পুত্রদের হত্যা করে মগধের সিংহাসন অধিকার করে নন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেন।[][] মগধের সিংহাসন লাভ করে উত্তর ভারতের প্রাচীন রাজবংশগুলিকে ধ্বংস করে একছত্র সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন। তিনি পাঞ্চাল, কাশী, হৈহেয়, অস্মক, কুরু, সুরসেন, বিতিহোত্র, বিদেহকলিঙ্গ রাজ্যের কিয়দংশ[] অধিকার করেন। বিন্ধ্য পর্বতশ্রেণীর দক্ষিণেও তার রাজত্ব বিস্তৃত হয়। বৌদ্ধ গ্রন্থ ‘মহাবোধিবংশ’ অনুযায়ী উগ্রসেন বা মহাপদ্ম নন্দের পর তাঁর আট ভাই পরপর মগধের সিংহাসনে বসেন। তাঁদের নামগুলি যথাক্রমে পণ্ডুক, পণ্ডগতি, ভূতপাল, রাষ্ট্রপাল, গোবিষাণক, দশসিদ্ধক, কৈবর্ত এবং ধন।[] পুরাণ অনুযায়ী এরা ছিলেন মহাপদ্মনন্দের পুত্র।

Remove ads

কৃতিত্ব

পুরাণ মতে মহাপদ্ম নন্দ ছিলেন হীন বংশজাত। তাঁকে অনেক জায়গায় ক্ষৌরকার বলে বর্ণনা করা হয়েছে। যদিও তিনি প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছিলেন। পুরাণে তাঁকে ’দ্বিতীয় পরশুরাম’, ‘সর্বক্ষত্রান্তক’ প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে। গ্রিকরা মহাপদ্ম নন্দকে ‘Agrammes’ বলে উল্লেখ করেছেন। ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলের ওপর নন্দ বংশের শাসন কায়েম হয়েছিল। বিশিষ্ট ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলেছেন, “Mahapadma is the first great historical emperor of Northern India.”[] নীচকুলোদ্ভব মহাপদ্মের রাজনৈতিক ক্ষমতা দখলকে অনেক গবেষকেরা শাসনব্যবস্থায় চিরাচরিত ক্ষত্রিয় প্রাধান্যের সমাপ্তি হিসেবে বর্ণনা করেছেন। ড. রাধাকুমুদ মুখার্জি এ প্রসঙ্গে বলেছেন,

The 6th and 5th century B.C. hold out strange phenomena before us—Khatriya chief founding popular religious sects which menaced the Vedic religion and Sudra leaders establishing a big empire in Aryavarta in the ruins of Khatriya kingdoms.

অনেক ঐতিহাসিক মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের সাম্রাজ্যিক আদর্শের ওপর ভিত্তি করে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads