মাইকেল এইচ. হার্ট-এর সেরা ১০০
মাইকেল এইচ. হার্টের বিখ্যাত বই উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মাইকেল এইচ. হার্ট-এর সেরা ১০০ (মূলনাম দ্য হান্ড্রেড: আ র্যাংকিং অভ দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসন্স ইন হিস্ট্রি অর্থ: ১০০: ইতিহাসের সবার্ধিক প্রভাবশালী ব্যক্তিগণের তালিকা) মাইকেল এইচ. হার্ট রচিত ১৯৭৮ সালে প্রকাশিত এবং ১৯৯২ সালে পুণর্মূদ্রিত গ্রন্থ। ২০০০ সালে বইটি বাংলা ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়। এটি হার্ট বিবেচিত ১০০ জনের একটি র্যাঙ্কিং, হার্টের মতে, যারা মানব ইতিহাসকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। বইটিতে ৩৯ নাম্বারে এডলফ হিটলারের কথা উল্লেখ্য আছে যা নির্দেশ করে বইটিতে উল্লেখিত ব্যক্তিবর্গের ক্রমবিন্যাসে চারিত্রিক বৈশিষ্ট্য মুখ্য ছিলনা।[১]
![]() | এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। |
![]() বাংলা অনূদিত বইয়ের প্রচ্ছদ | |
লেখক | মাইকেল এইচ. হার্ট |
---|---|
মূল শিরোনাম | ইংরেজি: The 100: A Ranking of the Most Influential Persons in History |
অনুবাদক | আবু আজহার |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি (মূল), বাংলা (অনূদিত) |
ধারাবাহিক | ১ম মুদ্রণ (১৯৭৮) ২য় মুদ্রণ (১৯৯২) |
বিষয় | ইতিহাস |
ধরন | নকাল্পনিক রচনা |
প্রকাশিত | ১৯৭৮ (হার্ট পাবলিশিং কোম্পানি) |
মিডিয়া ধরন | মুদ্রিত |
আইএসবিএন | ৯৭৮-০৮০-৬৫১৩-৫০-৮ |
ওসিএলসি | ৬৪৪০৬৬৯৪০ |
হার্ট, ১৯৯৯ সালে আরেকটি বই লেখেন, এ ভিউ ফ্রম দ্য ইয়্যার ৩০০০ শিরোনামে।[২] এই বইটির তালিকায় ইসলামের নবী 'মুহাম্মদ'-কে শীর্ষ স্থানে রাখা হয়েছে।[৩][৪]
সারসংক্ষেপ
সারাংশ
প্রসঙ্গ
হার্ট এর তালিকায় প্রথম ব্যক্তি হলেন ইসলামের নবী মুহাম্মাদ(সাঃ),[৫] এমন একটি নির্বাচন, যা কিছুটা বিতর্কের সৃষ্টি করেছিল।[৬][৭] হার্ট দাবি করেন, মুহাম্মাদ (সাঃ) ছিলেন ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষতা উভয়ক্ষেত্রেই "সর্ব্বোচ্চ সফল" ব্যক্তি। তার নিজস্ব বিশ্বাসমতে, ইসলামের উন্নয়নে মুহাম্মাদের (সাঃ) ভূমিকা অনেক বেশি প্রভাবশালী ছিলো খ্রিস্টধর্ম বিকাশে যিশুর সহযোগিতার চেয়ে। তিনি খ্রিস্টধর্মের বিকাশে সেন্ট পলের অবদানকে বিশেষায়িত করেন, যিনি এর প্রচারে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।
১৯৯২ সালের পুণর্মূদ্রণে সাম্যবাদ সম্পর্কিত ব্যক্তিত্বের পদাবনতি অন্তর্ভুক্ত হয়, যেমন ভ্লাদিমির লেনিন এবং মাও সে তুং, এবং মিখাইল গর্বাচেভের একটি ভূমিকা অন্তর্ভুক্ত করেন। হার্ট শেক্সপীয়ারীয় রচনা সংখ্যায় স্থান নেন এবং উইলিয়াম শেকসপিয়রের জন্য এডওয়ার্ড ডি ভেয়ার, অক্সফোর্ডের ১৭তম আর্লকে প্রতিস্থাপিত করেন। হার্ট এছাড়াও আর্নেস্ট রাদারফোর্ডের সাথে নিলস বোর এবং অঁতোয়ান অঁরি বেক্যরেলকে প্রতিস্থাপিত করেন। এইভাবেই প্রথম সংস্করণের ত্রুটি সংশোধণের মাধ্যমে পুণর্মূদ্রণ সংস্কার করা হয়। এছাড়াও পাবলো পিকাসোর পরিবর্তে হেনরি ফোর্ড "অনারারি উল্লেখ" তালিকায় যুক্ত হন। অবশেষে, বিভন্ন ব্যক্তির পুণতালিকায়ন করা হলেও , শীর্ষ দশ তালিকাভুক্ত কোন ব্যক্তির অবস্থান পরিবর্তিত করা হয় নি।
১০০ জনের তালিকা (১৯৯২ সংষ্করণ)
নং. | নাম | পেশা/কর্ম |
---|---|---|
১ | মুহাম্মাদ (ﷺ) | ইসলামের প্রধান নবী, আরব সংস্কারক |
২ | আইজাক নিউটন | পদার্থবিজ্ঞানী |
৩ | ঈসা/যিশু | খ্রিস্টান ও মুসলমানদের নবী |
৪ | গৌতম বুদ্ধ | বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা |
৫ | কনফুসিয়াস | কনফুসীয়বাদের প্রবর্তক |
৬ | সেইন্ট পল | খ্রিস্টান সংস্কারক |
৭ | সাই লু | কাগজ নির্মাতা |
৮ | ইয়োহান গুটেনবার্গ | অগ্রগতি মুদ্রণ যন্ত্র; বাইবেল মুদ্রণ প্রবর্তন |
৯ | ক্রিস্টোফার কলম্বাস | আমেরিকার অবস্থান আবিষ্কারক |
১০ | আলবার্ট আইনস্টাইন | পদার্থবিজ্ঞানী |
১১ | লুই পাস্তুর | পেনিসিলিনের আবিষ্কারক |
১২ | গ্যালিলিও গ্যালিলি | জ্যোতির্বিদ |
১৩ | এরিস্টটল | গল্পকার , দার্শনিক, বিজ্ঞানী |
১৪ | ইউক্লিড | গণিতে ইউক্লিডীয় জ্যামিতির জনক |
১৫ | মোজেস/মূসা | ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের নবী |
১৬ | চার্লস ডারউইন | বিবর্তনবাদের জনক |
১৭ | কিন শি হুয়াং | চীনের মহারাজা |
১৮ | আউগুস্তুস | রোম সম্রাট |
১৯ | নিকোলাস কোপারনিকাস | জ্যোতির্বিদ |
২০ | অঁতোয়ান লাভোয়াজিয়ে | রসায়ন, অর্থনীতি এবং যুক্তিবিজ্ঞান বিশেষজ্ঞ |
২১ | মহান কন্সট্যান্টাইন | রোম সম্রাট ও প্রধান ধর্মযাজক |
২২ | জেমস ওয়াট | বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক |
২৩ | মাইকেল ফ্যারাডে | পদার্থবিজ্ঞান সদস্য, রাসায়নিক এবং উদ্ভাবক সংযোজন চুম্বক - বৈদ্যুতিক |
২৪ | জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল | পদার্থবিজ্ঞান, স্পেকট্রাম ইলেক্ট্রোম্যাগনেটিজ আবিষ্কারক |
২৫ | মার্টিন লুথার | প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় ও লুথেরানিজমের প্রতিষ্ঠাতা |
২৬ | জর্জ ওয়াশিংটন | প্রথম রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র |
২৭ | কার্ল মার্ক্স | মার্কসবাদ এর প্রতিষ্ঠাতা, কমিউনিজম মার্কসবাদ |
২৮ | রাইট ভ্রাতৃদ্বয় | বিমান স্রষ্টা |
২৯ | চেঙ্গিস খান | মঙ্গল সেনাপতি ও বিজেতা |
৩০ | অ্যাডাম স্মিথ | অর্থনীতিবিদ, দার্শনিক বর্ণনা করেছেন পুজিবাদ, থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস র লেখক |
৩১ | এডওয়ার্ড ডি ভেরে/উইলিয়াম শেক্সপিয়ার | সাহিত্যিক দর্শন ও ধর্ম বিষয়ে ছয়টি বিশিষ্ট বইয়ের রচয়িতা |
৩২ | জন ডাল্টন | রসায়ন, পদার্থবিজ্ঞান, পরমাণু তত্ত্ব এবং আংশিক চাপ তত্ত্বের (ডালটনেরের নীতি)) প্রবর্তক |
৩৩ | আলেকজান্ডার | বিজেতা, ম্যাসেডোনিয়া এর পুত্র |
৩৫ | টমাস আলভা এডিসন | বৈদ্যুতিক বাল্ব, ফোনোগ্রাফ ইত্যাদি উদ্ভাবক। |
৩৪ | নেপোলিয়ন বোনাপার্ট | ফরাসি বিজেতা সম্রাট |
৩৬ | অ্যান্থনি ভন লিউয়েনহুক | মাইক্রোস্কোপ আবিষ্কার, অণুবীক্ষণিক জীব বিষয়ক গবেষণা |
৩৭ | উইলিয়াম টি.জি. মরটন | অ্যানেসথেসিয়া টিকা আবিষ্কারক |
৩৮ | গুলিয়েলমো মার্কোনি | রেডিও আবিষ্কারক |
৩৯ | অ্যাডলফ হিটলার | বিজেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম শক্তিমান নেতা |
৪০ | প্লেটো | দার্শনিক প্লেটোনিজমের প্রতিষ্ঠাতা |
৪১ | অলিভার ক্রমওয়েল | রাজনীতিবিদ এবং ব্রিটিশ সেনাপ্রধান |
৪২ | আলেকজান্ডার গ্রাহাম বেল | টেলিফোনের উদ্ভাবক |
৪৩ | অ্যালেকজান্ডার ফ্লেমিং | পেনিসিলিন আবিষ্কারক, ব্যাকটিরিওলজিস্ট, ইমিউনোলজিস্ট এবং কেমোথেরাপির আবিষ্কারক |
৪৪ | জন লক | দার্শনিক এবং উদারপন্থী |
৪৫ | লুডভিগ ফান বেটোফেন | সঙ্গীতজ্ঞ এবং গীতিকার |
৪৬ | ভের্নার কার্ল হাইজেনবের্গ | কোয়ান্টাম মেকানিক্স, অনিশ্চয়তা নীতি, নাৎসি জার্মানি পারমাণবিক প্রোগ্রামের চেয়ারম্যান |
৪৭ | লুই দাগের | প্রথম সফল আলোকচিত্রগ্রহণ প্রক্রিয়ার উদ্ভাবক |
৪৮ | সাইমন বলিভার | ভেনিজুয়েলা, কলম্বিয়া, পেরু, ইকুয়েডর এবং বলিভিয়ার জাতীয় নায়ক |
৪৯ | রনে দেকার্ত | গণিতবিদ এবং দার্শনিক যুক্তিবাদী |
৫০ | মাইকেলেঞ্জেলো | শিল্পী, চিত্রশিল্পী, স্থপতি এবং ভাস্কর |
৫১ | পজ আরবান ২ | প্রথম ক্রুসেডের আহবায়ক |
৫২ | ওমর ইবনে আল-খাত্তাব | ইসলামের খলিফা, ইসলামিক নবী মুহাম্মাদের সহচর |
৫৩ | অশোক | ভারতীয় রাজা |
৫৪ | আউরেলিয়ুস আউগুস্তিনুস | প্রাথমিক যুগের খ্রিস্টান ধর্মপ্রচারক |
৫৫ | উইলিয়াম হারভে | রক্তের সংবহনতন্ত্রের বিকাশ, আধুনিক ভ্রূণতত্ত্ব এর ভিত্তি রচয়িতা |
৫৬ | আর্নেস্ট রাদারফোর্ড | পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ, সাবোটমিক পদার্থবিদ |
৫৭ | জন কেলভিন | প্রতিবাদী প্রোটেস্ট্যান্ট সংস্কারক, [ক্যালভিনিজম] এর জনক |
৫৮ | গ্রেগর ইয়োহান মেন্ডেল | বংশগতিবিদ্যা ও মেন্ডেলিয়ান সূত্রের জনক |
৫৯ | মাক্স প্লাংক | পদার্থবিজ্ঞানী এবং থার্মোডায়নামিক্স বিশেষজ্ঞ |
৬০ | জোসেফ লিস্টার | অ্যান্টিসেপটিক আবিষ্কারক |
৬১ | নিকোলাস অগাস্ট অটো | প্রথম ৪-স্ট্রোকের দাহ্য ইঞ্জিন তৈরি করেন |
৬২ | ফ্রান্সিসকো পিসার্রো | স্পেন এবং ইনকাদের পরাজিত করা দক্ষিণ আমেরিকান বিজেতা |
৬৩ | এর্নান কোর্তেস | স্পেন এর পক্ষে মেক্সিকো বিজেতা, অ্যাজটেক সভ্যতা ধ্বংসকারী |
৬৪ | থমাস জেফারসন | যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি |
৬৫ | রাণী ইসাবেলা ১ | স্প্যানিশ রাণী যে ক্রিস্টোফার কলম্বাসকে নৌ-অভিযানে প্রেরণ করেন |
৬৬ | জোসেফ স্টালিন | সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা |
৬৭ | জুলিয়াস সিজার | প্রমাণ স্বৈরশাসক ও বিজেতা |
৬৮ | প্রথম উইলিয়াম (ইংল্যান্ড) | আধুনিক ইংল্যান্ডের প্রতিষ্ঠাতা ও বিজেতা |
৬৯ | সিগমুন্ড ফ্রয়েড | ফ্রয়েডিয়ান মনঃবিজ্ঞান ও ফ্রয়েডের মনঃসমীক্ষণের জনক |
৭০ | এডোয়ার্ড জেনার | হামের টিকার আবিষ্কারক |
৭১ | ভিলহেল্ম কনরাড রন্টগেন | এক্স-রের আবিষ্কারক |
৭২ | ইয়োহান জেবাস্টিয়ান বাখ | সঙ্গীতজ্ঞ, গীতিকার |
৭৩ | লাউযি | তাওবাদ এর প্রতিষ্ঠাতা |
৭৪ | ভলতেয়ার | লেখক ও দার্শনিক, ক্যান্ডাইড-এর রচয়িতা |
৭৫ | ইয়োহানেস কেপলার | জ্যোতির্বিজ্ঞানী, কেপলারের নীতির মাধ্যমে গ্রহের গতিবিধির বর্ণনাকারী |
৭৬ | এনরিকো ফের্মি | পারমাণবিক যুগের সূচনাকারী, পারমাণবিক বোমার জনক |
৭৭ | লেওনার্ড অয়লার | পদার্থবিজ্ঞান, গণিত, ক্যালকুলাস গণনা এবং তুলনামূলকবিজ্ঞানের ব্যক্তিত্ব |
৭৮ | জঁ-জাক রুসো | দর্শন বিষয়ক লেখক এবং বিশেষজ্ঞ |
৭৯ | নিক্কোলো মাকিয়াভেল্লি | প্রিন্স গ্রন্থের লেখক, এই গ্রন্থ রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রেখেছিল |
৮০ | থমাস ম্যালথাস | অরথনীতিবিদ, Essay on the Priciple of Population-এর লেখক |
৮১ | জন এফ. কেনেডি | মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি যিনি মানবিক প্রচেষ্টাকে অন্য একটি "সার্বজনীন" দিকে নিয়ে গিয়েছিলেন। |
৮২ | গ্রেগরি পিঙ্কাস | এন্ডোক্রিনোলজিস্ট বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ভাবক |
৮৩ | মানি | ম্যানিশিয়ানিজম এর প্রতিষ্ঠাতা |
৮৪ | লেনিন | রাশিয়ার নেতা |
৮৫ | সুই সম্রাট ওয়েন | চীনা সংষ্কারক |
৮৬ | ভাস্কো দা গামা | পরিব্রাজক, কেপ অফ হোপ এর মাধ্যমে এশিয়া ও ভারত উপমহাদেশ আবিষ্কার করেন |
৮৭ | মহান কুরুশ | পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা |
৮৮ | রাশিয়ার প্রথম পিটার | রাশিয়াকে ইউরোপ মহাদেশে অন্তর্ভুক্তকারী |
৮৯ | মাও সেতুং | মাওবাদের জনক, চীনা কমিউনিজমের রূপকার |
৯০ | ফ্রান্সিস বেকন | দার্শনিক পণ্ডিত, আরোহপ্রনালী নামক বৈজ্ঞানিক পদ্ধতির ব্যাখ্যাকারক |
৯১ | হেনরি ফোর্ড | আধুনিক মোটরগাড়ি উৎপাদনের অগ্রদূত |
৯২ | মেনিকাস | দার্শনিক, কনফুসিয়ানিজম নামক মতবাদের প্রতিষ্ঠাতা |
৯৩ | জরথুস্ত্র | জরাথ্রুস্টবাদ ধর্মের প্রতিষ্ঠাতা |
৯৪ | প্রথম এলিজাবেথ | ইংল্যান্ডের রাণী, রানী মেরির পরে চার্চ অফ ইংল্যান্ড পুনরুদ্ধার করেছিলেন |
৯৫ | মিখাইল গর্বাচেভ | রাশিয়ার প্রধানমন্ত্রী যিনি সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের পতন ঘটাতে সাহায্য করেছিলেন |
৯৬ | মেনেস | উচ্চ মিশর এবং নিম্ন মিশর সংযোগকারী |
৯৭ | শার্লমাইন | তাঁর ব্যাপ্টিজমের ফলে ৮০০ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল |
৯৮ | হোমার | মহাকবি |
৯৯ | প্রথম জাস্টিনিয়ান | রোমান সম্রাট, ভূমধ্যসাগরীয় সাম্রাজ্য বিজেতা |
১০০ | মহাবীর | জৈনধর্মের ব্যক্তিত্ব |
বাংলা অনুবাদ
২০০০ সালে বাংলাদেশের অনন্যা প্রকাশনী হতে আবু আজহার কর্তৃক মাইকেল এইচ. হার্ট-এর সেরা ১০০ নামে বইটির প্রথম নির্ভরযোগ্য বাংলা অনুবাদ প্রকাশিত হয়, যা বইটির প্রথম সংস্করণ এর অনুবাদ।[৮]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.