শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মাওনা ইউনিয়ন
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মাওনা ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত।
ইতিহাস
প্রশাসনিক বিন্যাস
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মাওনার গ্রামগুলি হলোঃ কেওয়া পশ্চিম খণ্ড, দক্ষিণ বারতোপা, বারতোপা, ফুলানিরসিট, সিংদিঘী, সিংগারদিঘী,কপাটিয়াপাড়া, বদনিভাংগা, আকতাপাড়া, চকপাড়া, মাওনা উত্তর পাড়া, ভেরামতলি, বেতজুরি, হাসিখালি, জয়নাতলি ইত্যাদি।
শিক্ষা
মাওনা ইউনিয়নের অন্যান্য গ্রামের তুলনায় কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে শিক্ষার হার বেশি। এই গ্রামে অবস্থিত মাওনা জেএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ইউনিয়নটির শিক্ষার প্রসারে স্বাধীনতার পূর্বে থেকে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
কৃষি
অর্থনীতি
মাওনা ইউনিয়নের মাওনা বাজার, আকতাপাড়া, চকপাড়া, সিংগারদিঘী, সিমলাপাড়া এবং বারতোপা এলাকায় ব্যবসায়ীর সংখ্যা তুলনামূলক বেশি। তাছাড়া এই ইউনিয়নের মধ্যে এবং আশেপাশের অঞ্চলে বহু পোশাক কারখানা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কর্মসূত্রে এখানে অভিবাসী হিসেবে বাস করছেন।
দর্শনীয় এলাকা ও স্থাপনা
- গাজীপুর সাফারি পার্ক
- গজারিগড়
- লবনং সাগর
- বারোতোপা পাথার
- মাওনা পাথার
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads