শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মাকেমাকে
বামন গ্রহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মাকেমাকে (ইংরেজি: Makemake, গৌণ গ্রহ তালিকাভুক্ত নাম ১৩৬৪৭২ মাকেমাকে; প্রতীক: )[১২] একটি বামন গ্রহ যা কাইপার বেষ্টনীর চিরায়ত সদস্য (classical Kuiper belt object) গুলোর মাঝে সম্ভাব্য বৃহত্তম বলে গণ্য করা হয়।[ক] এর ব্যাস প্লুটো গ্রহের প্রায় দুই-তৃতীয়াংশ।[১৭][১৮] এযাবৎ কাইপার বেষ্টনীর বৃহৎ বস্তুগুলোর মাঝে একমাত্র মাকেমাকেরই কোন নিজস্ব উপগ্রহ পাওয়া সম্ভব হয় নি, যার কারণে এর ভর শুধুমাত্রই অনুমান করা হয়। এর অত্যন্ত কম গড় তাপমাত্রা, প্রায় ৩০ kelvin (−২৪৩.২ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার কারণে ধারণা করা হয় এর পৃষ্ঠ মিথেন, ইথেন ও সম্ভবত নাইট্রোজেনের বরফ দ্বারা আবৃত।[১৪]
৩১শে মার্চ ২০০৫ সালে মাইকেল ই. ব্রাউনের নেতৃত্বে একটি দল মাকেমাকে আবিষ্কার করে এবং ২৯শে জুলাই ২০০৫ সালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এর নাম ছিল ২০০৫ এফওয়াই৯ ও পরবর্তীকালে একে গৌণ গ্রহ সংখ্যা ১৩৬৪৭২ দেয়া হয়। ২০০৮ সালের জুলাই মাসে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ এই বস্তুকে বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়।[১৮][১৯][২০][২১] ইস্টার দ্বীপের বাসিন্দা রাপা নুই দের পুরাণের দেবতা মাকেমাকের নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়।[১৮]
Remove ads
টীকা
- The Rapa Nui pronunciation is টেমপ্লেট:IPA-poly, which is approximated in English as ইউএস: /ˌmɑːkiˈmɑːki/ MAH-kee-MAH-kee, ইউকে: /ˈmækiˈmæki/ MAK-ee-MAK-ee, or as /ˌmɑːkeɪˈmɑːkeɪ/ MAH-kay-MAH-kay.[১][২] The first is an anglicized pronunciation; the second is more Polynesian, and is used by Brown and his students.[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads