শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মাঘান ইউনিয়ন
নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মাঘন ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মদন উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৩০.৭২.৫৬.৬৩।[২]
Remove ads
ইতিহাস
ভৌগোলিক অবস্থান ও আয়তন
মদন উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬৪১২ একর বা ২৫.৯৫ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
মাঘন ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মাঘন ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ১৩৭৫৪ জন[১], যারা ২৭৮৮ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ৬৯৮৫ জন এবং নারী হল ৬৭৬৯ জন।
শিক্ষা ও সংস্কৃতি
মাঘন ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩১.৬%। তার মধ্যে নারী শিক্ষার হার ২৯.৮% এবং পুরুষ শিক্ষার হার ৩৩.৪%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
অর্থনীতি ও যোগাযোগ
মাঘন ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads