শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মাত্রা সমীকরণ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মাত্রা সমীকরণ
Remove ads

মাত্রা সমীকরণ হলো এমন গাণিতিক সমীকরণ, যার সহায়তায় কোনো গাণিতিক রাশির মাত্রা প্রকাশ করা যায়।[] কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ঐ রাশিটির মাত্রা বলে। আর যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে।

Thumb
রেডিয়ানের মাত্রা

রাশির প্রেক্ষিতে মাত্রা সমীকরণ এরকম হতে পারে:

  • বল, [F]=[MLT−2]
  • কাজ, [W]=[ML2T−2]
  • ক্ষমতা, [p]=[ML2T−3]
  • শক্তি, [E]=[ML2T−2]
  • ঘনত্ব, [ρ]=[ML−3]
  • চাপ, [p]=[ML−1T−2]
  • তাপ, [Q]=[ML2T−2]
  • তাপ ধারণ ক্ষমতা, [C]=[ML2T−2θ−1]



কোনো ভৌতরাশিতে (Physical quantities) মূল রাশিগুলি কীভাবে উপস্থিত থাকে তা ওই রাশির মাত্রা বা মাত্রা গুলো (Dimensions) নির্ধারণ করে ।

সংজ্ঞা : কোনো ভৌতরাশিতে (Physical quantities) গুণ বা ভাগের মাধ্যমে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশিগুলির চিহ্নের উপযুক্ত ঘাত সমন্বিত সাংকেতিক রাশিমালাকে ওই ভৌতরাশির মাত্রা (Dimensions) বলে ।

সকল ভৌতরাশির মাত্রা সাধারণত দৈর্ঘ্যের চিহ্ন [L], ভরের চিহ্ন [M] এবং সময়ের চিহ্ন [T] দ্বারা প্রকাশ করা হয় । [ভৌতরাশি] বললে ওই ভৌতরাশির মাত্রা বোঝায় ।

মাত্রীয় সংকেত : মাত্রার সাহায্যে কোনো ভৌতরাশিকে প্রকাশ করলে তাকে ওই ভৌতরাশির মাত্রীয় সংকেত বলে ।

কয়েকটি ভৌতরাশির মাত্রীয় সংকেত (Dimensional Formulae of some physical quantities) :

(i) [ক্ষেত্রফল] = [দৈর্ঘ্য] x [প্রস্থ] = [দৈর্ঘ্য2 ] = [L2]

   Area=[L]×[L]=[L2]

(ii) [আয়তন] = [দৈর্ঘ্য3] = [L3]

    Volume=length×length×length=[L3]

(iii) [ঘনত্ব] = [ভর] / [আয়তন] = [M][L3]=[ML−3]

    Density=massvolume=ML3=[L3]

(iv) [বেগ] = [সরণ] / [সময়] = [L][T]=[LT−1]u=?

    Velocity=distancetime=[L][T]=[LT^-1]

(v) [ত্বরণ] = [বেগ] / [সময়] = [LT−1][T]=[LT−2]

    Acceleration=velocitytime=[LT−1][T]=[LT−2]

(vi) [ভরবেগ] = [ভর] x [বেগ] = [M] x [LT-1] = [MLT-1]

(vii) [বল] = [ভর] x [ত্বরণ] = [M] x [LT-2] = [MLT-2]

      Force=mass×acceleration=[M][L][T−2]=[MLT−2]

(viii) [কার্য] = [বল] x [সরণ] = [MLT-2] x [L] = [ML2T-2]

       Work=Force×distance=[MLT−2]×[L]=[ML2T−2]

(ix) [ক্ষমতা] = [কার্য] / [সময়] = $[ML2T−2][T]=[ML2T−3]

     Power=worktime=[ML2T−2][T]=[ML2T−3]

(x) [চাপ] = [বল] / [ক্ষেত্রফল] = [MLT−2][L2]=[ML−1T−2]

    Pressure=Forcearea=[MLT−2][L2]=[ML−1T−2]

কোনো ভৌতরাশির মাত্রীয় সংকেত জানা থাকলে সহজেই রাশিটির একক লেখা সম্ভব । যেমন, আয়তনের মাত্রীয় সংকেত [L3] হওয়ায় এর SI একক মিটার3 (m3) বা ঘনমিটার । অনুরূপে বেগের মাত্রীয় সংকেত [LT-1] হওয়ায় এর SI একক মিটার/সেকেন্ড (ms-1) ।

এককহীন ভৌতরাশির মাত্রা থাকে না । এদের মাত্রীয় সংকেতকে [M0L0T0] এরূপ লেখা যায় । তবে বিশেষ ক্ষেত্রে মাত্রা ছাড়াও একক থাকতে পারে । যেমন রেডিয়ান এককে প্রকাশিত কোণের মাত্রা নেই ।

Remove ads

সান্দ্রতাঙ্ক

মাত্রা সমীকরণ একটি রাশিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads