শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মালয়ালম চলচ্চিত্র
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কেরলের চলচ্চিত্র (বা মালয়ালম চলচ্চিত্র) বলতে বোঝায় ভারতের কেরল রাজ্যে নির্মিত মালয়ালমভাষী চলচ্চিত্র। শিল্পগুণের বিচারে কেরলের চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সাধারণত মালয়ালম চলচ্চিত্রে সামাজিক ও পরিচিত ইস্যুগুলি প্রতিফলিত হয়। এই চলচ্চিত্র বলিউডের তুলনায় অনেক বেশি বাস্তববোধসম্পন্ন। ভারতে প্রযোজিত প্রথম থ্রিডি চলচ্চিত্র , মাই ডিয়ার কুট্টিচাতান মালয়ালম ভাষায় নির্মিত হয়।[১] এই ভাষায় নির্মিত প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র হল তাচোলি অম্বু।[২] এই সকল চলচ্চিত্র নির্মিত হয় নবোদয় স্টুডিওতে, যেটি মালয়ালম চলচ্চিত্র জগতে ঐতিহ্যমণ্ডিত এক স্থানের অধিকারী। মালয়ালম চলচ্চিত্র কেরলের অধিবাসীদের বিনোদনের সর্বাপেক্ষা জনপ্রিয় মাধ্যম।
Remove ads
মালয়ালম পরিচালক
চলচ্চিত্র পুরস্কার
- কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার
- কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড
- ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ)
- স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড (দক্ষিণ)
- এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ড
- নারী চলচ্চিত্র পুরস্কার
- মাতৃভূমি চলচ্চিত্র পুরস্কার
- অমৃতা চলচ্চিত্র পুরস্কার
- আলা সিনে পুরস্কার
- আতুরা ভাসি চলচ্চিত্র পুরস্কার
কয়েকটি মালয়ালম চলচ্চিত্র
- ওত্তাল ( ২০১৪) - পরিচালক জয়রাজ
- জাল্লিকাট্টুু (২০১৯)
- নেলাকাশাম পাচাকারাল ছুভারনা ভূমি (ব্লু স্কাই, গ্রিন সি, রেড আর্থ) - পরিচালক সামির তাহির
- চার্লি (২০১৫) - পরিচালক মার্টিন প্রাক্কার
- ব্যাঙ্গালোর ডেইজ
- কুম্বালাঞ্জি নাইটস
- প্রেমাম
- মাহেশির্তে প্রাথিকারাম
- দৃশ্যায়ম
- উস্তাদ হোটেল
- কালি[৩]
কয়েকজন মালয়ালম চলচ্চিত্র অভিনয়শিল্পী
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads