শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মিতা নূর
পাকিস্তানী অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সাবিনা ইয়াসমিন মিতা নূর (মিতা নূর নামে পরিচিত)[২] একজন বাংলাদেশী অভিনেত্রী ছিলেন। ১ জুলাই ২০১৩ তারিখে তিনি ঢাকায় গুলশানে নিজের বাড়িতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।[১][১][৩]
Remove ads
কর্মজীবন
শিশুশিল্পী হিসাবে নূর ভরতনাট্যম শিখতে বুলবুল ললিতকলা একাডেমিতে যোগ দেন।[৪] তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক সাগর সেঁচার সাধ দিয়ে আত্মপ্রকাশ করেন।[২] তিনি টিভি বিজ্ঞাপনে একজন মডেল হিসাবে অংশ নেন। ২০১১ সালে তিনি চাউনগালী একটি ছোট খেলা পরিচালিত।
ব্যক্তিগত জীবন
২৪ বছর ধরে ব্যবসায়ী শাহানুর রহমান মজুমদারের সাথে নূরের বিয়ে হয়েছিল।[১] একসঙ্গে তাদের দুই পুত্র শাহজাদ নূর এবং সদমান নূর তাহমুদ।[৫]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads