শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মিম্বর

মসজিদে ইমামের খুতবা প্রদানের জন্য উচু স্থান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মিম্বর
Remove ads

মিম্বর (আরবি: منبر) হল মসজিদে ইমামের খুতবা প্রদানের জন্য উচু স্থান। একে মিনবরও বলা হয়। আরবিতে এর বহুবচন হল মানাবির।

Thumb
মোল্লা চেলেবি মসজিদের মিম্বর, ইস্তানবুল, তুরস্ক
Thumb
উকবা মসজিদের মিম্বর, তিউনিসিয়া
Thumb
সুলতান সালাহউদ্দিনের মিম্বরের দরজা, ১৯০০ এর দশক। এটি সুলতান নুরউদ্দিন জেনগির নির্দেশে নির্মিত হয়েছিল তবে সুলতান সালাহউদ্দিন তা মসজিদে স্থাপন করেন।

মিম্বর সাধারণ মেঝে থেকে কয়েকধাপ উচু হয়ে থাকে। তবে ছোট টাওয়ার আকারের মিম্বরও দেখা যায়। মুহাম্মদ তিন ধাপ বিশিষ্ট মিম্বর ব্যবহার করতেন। মিহরাবের ডানপাশে মিম্বর স্থাপন করা হয়। মিম্বর ইমামের কর্তৃত্বের একটি নিদর্শন।

সবচেয়ে পুরনো মিম্বর উকবা মসজিদে দেখতে পাওয়া যায়।[] এটির সময়কাল ১১শ শতাব্দী নির্ণয় করা হয়। এতে ১১ধাপ বিশিষ্ট সিড়ি রয়েছে এবং এটি কাঠ নির্মিত। একে ইসলামি কাঠখোদাই শিল্পের একটি উজ্জ্বল নিদর্শন হিসেবে গণ্য করা হয়।[]

Remove ads

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads