শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মিশরীয় পিরামিড

মিশরীয় পিরামিড হল মিশরে অবস্থিত প্রাচীন পিরামিড-আকৃতির প্রস্তরনির্মিত স্থাপনাসমূহ। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মিশরীয় পিরামিডmap
Remove ads

মিশরীয় পিরামিড হল মিশরে অবস্থিত প্রাচীন পিরামিড-আকৃতির প্রস্তরনির্মিত স্থাপনাসমূহ।

Thumb
গিজা পিরামিড চত্বর; চত্বরের দক্ষিণে অবস্থিত মালভূমি থেকে গৃহীত চিত্র। চত্বরে দৃশ্যমান ডানদিক থেকে বামদিকে খুফুর পিরামিড, খাফ্রের পিরামিডমেনকাউরের পিরামিড। সামনের ক্ষুদ্রাকার পিরামিড তিনটি মেনকাউরের পিরামিডের সঙ্গে সংযুক্ত স্থাপনা।
আরও তথ্য পিরামিড চিত্রলিপিতে ...
Thumb
স্ফিংস থেকে খাফ্রের পিরামিডের একটি দৃশ্য

২০০৮ সাল পর্যন্ত মিশরে ১৩৮টি পিরামিড আবিষ্কৃত হয়েছে।[][] এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীনমধ্যকালীন ফ্যারাওদের রাজত্বকালে তাদের ও তাদের পত্নীদের সমাধিসৌধ হিসেবে।[] []

মিশরের প্রাচীনতম পিরামিডগুলি আবিষ্কৃত হয়েছে মেমফিসের উত্তর-পশ্চিমে অবস্থিত সাক্কারায়। এগুলির মধ্যে সবচেয়ে পুরনোটি হল তৃতীয় রাজবংশের রাজত্বকালে নির্মিত জোসারের পিরামিড (নির্মাণকাল খ্রিষ্টপূর্ব ২৬৩০-২৬১১ অব্দ)। স্থপতি ইমহোটেপ এই পিরামিড ও পিরামিড-সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন। সাধারণভাবে এটিকেই বিশ্বের প্রাচীনতম মসৃণ প্রস্তরনির্মিত স্থাপনা মনে করা হয়।

মিশরীয় পিরামিডগুলির মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায়। গিজার বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহদাকার স্থাপনা বলে মনে করা হয়।[]

গিজায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলির মধ্যে বৃহত্তম। প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্য বস্তুর মধ্যে পরিগণিত স্থাপনাগুলির মধ্যে এটিই একমাত্র অদ্যাবধি বিদ্যমান।

Remove ads

ইতিহাস

প্রথম দিকের ইতিহাস অনুসারে মিশরীয় রাজবংশের মানুষদের মৃত্যুর পরে বেঞ্চ-এর মত কাঠামোতে চিরশায়িত করা হত।

আরও দেখুন

তালিকা

  • মিশরীয় পিরামিডের তালিকা
  • বিশ্বে বৃহত্তম মনোলিথগুলোর তালিকা
  • পিরামিডের লোপসিএসের তালিকা
  • বিশ্বের তিনটি উচ্চতর কাঠামোর সময়রেখা

তথ্যসূত্র

অতিরিক্ত পঠন

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads