শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

মোগড়া ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মোগড়া ইউনিয়নmap
Remove ads

মোগড়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য মোগড়া, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

মোগড়া ইউনিয়নের আয়তন ৪,৫৭৮ একর (১৮.৫৩ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোগড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৫৭১ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩৫৬ জন এবং মহিলা ১৪,২১৫ জন। মোট পরিবার ৫,১৮৬টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৪৮৮ জন।[]

ইতিহাস

মোগড়া ইউনিয়ন নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী মোগড়া বাজারে অবস্থিত। ইহা প্রথমে ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৬১ সালে ইহা প্রতিষ্ঠিত হয়।

অবস্থান ও সীমানা

আখাউড়া উপজেলার মধ্যাংশে মোগড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন, পশ্চিমে ধরখাড় ইউনিয়ন, দক্ষিণে মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

মোগড়া ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ভবানী পুর
  • দূর্জয় নগর
  • চরণারায়নপুর
  • ধনরাজাপুর
  • নয়াদিল
  • দরুইন
  • নোয়াপাড়া
  • ধাতুরপহেলা
  • কুসুমবাড়ি
  • তুলাবাড়ি
  • নোনাসার
  • টানোয়াপাড়া
  • মোগড়া
  • নিলাখাদ
  • বচিয়ারা
  • শান্তিপুর
  • মোগড়া বাজার
  • গঙ্গানগর
  • দিঘির পাড়
  • গাংভাঙ্গা
  • জাংগাল
  • খলাপাড়া
  • ছয়ঘড়িয়া
  • আদমপুর
  • বাউতলা
  • জয়নগর
  • উমেদপুর
  • রাজেন্দ্রপুর
  • সেনার বাদী
Remove ads

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোগড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১%।[] এ ইউনিয়নে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

মোগড়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার জন্য পাকা, আধা-পাকা ও কাঁচা-রাস্তা রয়েছে। যাতায়াতের প্রধান মাধ্যম রিক্সা, অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

মোগড়া ইউনিয়নে ৩৩টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।

স্বাস্থ্যকেন্দ্র

মোগড়া ইউনিয়নে ১টি উপস্বাস্থ্যকেন্দ্র ও ১টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে।

খাল ও নদী

মোগড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে হাওড়া নদী৷ এছাড়া এ ইউনিয়নে উল্লেখযোগ্য খালও রয়েছে।

হাট-বাজার

মোগড়া ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মোগড়া (রাজধরগঞ্জ) বাজার।[]

দর্শনীয় স্থান

  • বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের সমাধি[]

৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ হতে ১ কি.মি উত্তরে দরুইন গ্রাম অবস্থিত। মোগড়া চৌমহনী রোড হতে সিএনজি যোগে সমাধি স্থলে পৌঁছানো যায়।

  • ঐতিহাসিক গঙ্গাসাগর রাজবাড়ি[]

ঐতিহাসিক মোগড়া বাজারের রেললাইনের পশ্চিম পাশে। দুই মিনিটের পায়ে হাঁটা পথ।

উল্লেখযোগ্য ব্যক্তি

  • আব্দুল মজিদ মাষ্টার – সাবেক চেয়ারম্যান, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ
  • ছুরত আলী – সাবেক চেয়ারম্যান, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ
  • লায়ন এম কে বাশার – প্রতিষ্ঠাতা, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আব্দুল মতিন
চেয়ারম্যানগণের তালিকা[]
আরও তথ্য ক্রম নং, চেয়ারম্যানের নাম ...

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads