শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মোহনগঞ্জ পৌরসভা
নেত্রকোণা জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মোহনগঞ্জ পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার একটি পৌরসভা।[১][২]
অবস্থান ও সীমানা
মোহনগঞ্জ পৌরসভার উত্তর দিকে কংশ নদী, দক্ষিণ ও পূর্ব দিকে ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন, পশ্চিম দিকের কিছু অংশে বারহাট্টা উপজেলা ও বাকি অংশে ১নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন অবস্থিত।
আয়তন
মোহনগঞ্জ পৌরসভার আয়তন ৬.৯৪ বর্গ কিলোমিটার।
ইতিহাস
মোহনগঞ্জ পৌরসভা ১৯৭৫ সালে গঠিত হয়। ১৯৯৭ সালে পৌরসভাটি খ শ্রেণিতে উন্নীত হয়। বতর্মানে প্রথম শ্রেণি ক-তে উন্নীত।
প্রশাসনিক এলাকা
![]() | এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহনগঞ্জ পৌরসভার জনসংখ্যা ২৭,১৯৩ জন। মোট পরিবার ৫,৭৮৬টি।[৩]
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোহনগঞ্জ পৌরসভার সাক্ষরতার হার ৬৫.৮%।[৩]
- শিক্ষা প্রতিষ্ঠান
- মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- মোহনগঞ্জ সরকারি কলেজ
- মোহনগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ
- মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়
- মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
-
যোগাযোগ ব্যবস্থা
মোহনগঞ্জ পৌরসভায় একটি রেলওয়ে স্টেশন আছে। যা ১৯২৫ থেকে ১৯২৮ সালের মধ্যে নির্মিত। এটি মোহনগঞ্জ রেলস্টেশন নামে পরিচিত। রাজধানী থেকে দুটি আন্তঃনগর ট্রেন ও একটি মেইল গাড়ি নিয়মিত ভাবে প্রতিদিন যোগাযোগ করে। গাড়িগুলোর নাম, মেইল মহুয়া; আন্তঃনগর হাওর ও মোহনগঞ্জ এক্সপ্রেস।
দর্শনীয় স্থান
শিশুপার্ক, কংশ নদী ও মৎস্য ভবন।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- আবদুল মোমিন, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী
- ফজলুর রহমান খান (শিক্ষাবিদ): শহীদ বুদ্ধিজীবী।
- রেবেকা মমিন, রাজনীতিবিদ, সংসদ সদস্য
- হুমায়ূন আহমেদ, শিক্ষক, লেখক, ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা
জনপ্রতিনিধি
বর্তমান মেয়র লতিফুর রহমান রতন।
প্রাক্তন মেয়রগণের তালিকা
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads