শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
মৌগাতি ইউনিয়ন
নেত্রকোণা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
মৌগাতি ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার সদর উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। [১][২]
Remove ads
ইতিহাস
প্রশাসনিক এলাকা
ভাষা,ধর্ম ও জাতি
ভাষা:নেত্রকোনীয়া আঞ্চলিক ভাষা, বাংলা, ইংরেজি এবং হিন্দি।
ধর্ম:ইসলাম এবং সনাতন ধর্ম।
জাতি: বাঙালি,হদি এবং চাঁটগাইয়া।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
কলেজ:
- চুঁচুঁয়া পাবলিক কলেজ।
- মারাদিঘি গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। (প্রস্তাবিত)
উচ্চ বিদ্যালয়:
- মারাদিঘি গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়, চুঁচুঁয়া বাজার
- কে.এন.এফ উচ্চ বিদ্যালয়, কাঞ্চনপুর
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:
- টি.খান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,নাটোরকোনা ( টিখুরিয়া )
কিন্ডার গার্টেন
- মেধাসিঁড়ি কিন্ডার গার্টেন, চুঁচুঁয়া বাজার
- প্রতিভা কিন্ডার গার্টেন, চুঁচুঁয়া বাজার
অন্যান্য
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ৯টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (রেজিঃ): ৬টি
- দাখিল মাদ্রাসা: ১টি
- হাফিজি মাদ্রাসা: ৫টি
Remove ads
ধর্মীয় উপাসনালয়
মসজিদ: ৬৮টি (আনুমানিক)
মন্দির: ৬টি
ক্ষুদ্র নৃগোষ্ঠী
মৌগাতি বাজার সংলগ্ন বাদে সুবুন্দিয়া গ্রামে বেশ কিছু হদি সম্প্রদায়ের পরিবার বসবাস করে। হদি সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী (ক্ষত্রিয়) এবং বাঁশ-বেত শিল্পে খুবই দক্ষ। তারা বাঁশ ও বেত দিয়ে খাঁচা,ঝুড়ি,ডাইলা,কুলা,পাইলাম মাছ ধরার বাইড়সহ নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে চুঁচুঁয়া বাজারে বিক্রি করে এবং জীবিকা নির্বাহ করে।
দর্শনীয় স্থান
(১) চাতল বিল,চুঁচুঁয়া
(২) ভাওয়াল বিল,কাঞ্চনপুর
(৩) শেখ রাসেল মিনি স্টেডিয়াম
(৪) চাঁন মিয়ার মাজার শরীফ,খাটপুরা
(৫) এস.এস. ডেইরী এন্ড ফিশারিজ,তেলীগাতি-হাপানিয়া
(৬) কংস নদী, পূর্বডহর
খাদ্যাভ্যাস
খাদ্যাভ্যাস: এ অঞ্চলে ভাত,মাছ,শুটকি ও সিদল সবচেয়ে জনপ্রিয় খাবার। এছাড়াও অন্যান্য বাঙালি খাবারও খাওয়া হয়। যেমন:-
• সিদল ভর্তা
• শুটকি ভর্তা
• কুমড়া পাতায় সিদলের পুলি
• মাছের ঝোল
• শাক-সবজি সহকারে সিদল/শুটকি
পিঠা: চই পিঠা (ম্যারা পিঠা),দামড়া পিঠা,তালের পিঠা,পোয়া পিঠা,চডা পিঠা,কড়কড়ি,পাপড়া ইত্যাদি।
রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষন: এ অঞ্চলে বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে গরুর মাংস,আম,বরই,জলপাই,পাটশাক,নিম পাতা ইত্যাদি খাবার রোদে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করার রেওয়াজ রয়েছে।
Remove ads
আচার ও সংস্কৃতি
এ অঞ্চলে লোকসংস্কৃতি ও বিভিন্ন গ্রামীণ রেওয়াজ পালিত হয়। মুসলিম এবং হিন্দু উভয় ধরনের বিয়েতেই নদী বা পুকুর থেকে কলসী ভরে আমপাতা দিয়ে পানি এনে বর,কনেকে গোসল/স্নান করানো হয় এবং বিয়ের লোকজ গীত গাওয়া হয়।এমনকি খাৎনার অনুষ্ঠানেও এই নিয়ম পালন করা হয়। আনুষ্ঠানিক গোসলে মাথায় ধান ও দূর্বা দিয়ে মঙ্গল কামনা করা হয়। অতিথি আপ্যায়নে চিরায়ত ধারা এখানেও বিদমান।
গৃহ
উৎসব ও অনুষ্ঠান
হাট-বাজার

চুঁচুঁয়া বাজার হলো মৌগাতী ইউনিয়নের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাজার।
আরো কিছু হাট-বাজার হলো:-
• হাটখলা বাজার
• আসনউড়া বাজার
• মৌগাতী বাজার
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
খেলাধুলা
লোকজ বিভিন্ন খেলাধুলা (যেমন:-কাবাডি,দাড়িয়াবান্ধা,গোল্লাছুট,কাঠবৌচি,ইত্যাদি) এই অঞ্চলে জনপ্রিয়। আধুনিক খেলাধুলার মধ্যে ফুটবল এবং ক্রিকেট অতি জনপ্রিয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিদিন ক্রিকেট এবং ফুটবল ম্যাচের আয়োজন হয়।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোস্তাফিজুর রহমান আবুনি
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads