শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ম্যান্ডারিন চীনা ভাষা
উত্তর ও দক্ষিণ-পশ্চিম চীনে প্রচলিত চীনা ভাষার উপভাষার একটি দল এবং প্রমিত চীনা ভাষার ভিত্তি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ম্যান্ডারিন চীনা ভাষা (চৈনিক: 官話/官话 ফিনিন: Guānhuà কুয়ান্হুয়া, অর্থাৎ "সরকারী কর্মচারীদের ভাষা") বা উত্তর চীনা ভাষা (北方话/北方話, Běifānghuà পেইফ়াংহুয়া, অর্থাৎ "উত্তরাঞ্চলিক ভাষা") চীনা ভাষার একটি প্রকারভেদ, যেটি ফুথোং হুয়া ("সাধারণ ভাষা") নামেও পরিচিত। ম্যান্ডারিন গণচীন, প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান), ও সিঙ্গাপুরে রাষ্ট্রভাষা হিসেবে প্রচলিত।
Remove ads
ম্যান্ডারিন নামকরণের ব্যুৎপত্তি
ইংরেজি "ম্যান্ডারিন" (Mandarin) শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ "মাঁদারিঁ" (Mandarim) থেকে এসেছে, যার অর্থ "উপদেষ্টা"। "মাঁদারি" শব্দটি আবার খাঁটি পর্তুগিজ শব্দ নয়, এটি মালয় ভাষার "মেন্তেরি" (menteri) বা "মান্তেরি" (manteri) থেকে ধার হয়ে পর্তুগিজ ভাষায় প্রবেশ করে, আবার সেই মালয় শব্দগুলিও আসলে সংস্কৃত "মন্ত্রিন্" (मन्त्रिन् অর্থাৎ "মন্ত্রী বা উপদেষ্টা") শব্দটি থেকে এসেছে। সুতরাং ইংরেজি "ম্যান্ডারিন" শব্দের সবচেয়ে আদি উৎস হল সংস্কৃত ভাষার "মন্ত্রিন্" শব্দটি।
মাঁদারিঁ-রা ছিলেন বহু শতাব্দী ধরে চীনা সাম্রাজ্যের উচ্চপদস্থ শিক্ষিত সরকারী কর্মচারীদের নয়টি শ্রেণীর একটি। চীনের ধ্রুপদী সাহিত্যের উপরে পরীক্ষায় উত্তীর্ণ হলে মাঁদারিঁ উপাধি অর্জন করা যেত। উত্তীর্ণ ব্যক্তিকে একটি সরকারী আলখাল্লা ও পদমর্যাদাক্রম অনুযায়ী একটি নির্দিষ্ট রঙের বোতামের টুপি পরতে হত। তাঁকে একটি প্রদেশে অনধিক তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হত, এবং সেই প্রদেশে তাঁর বিয়ে করা বা সম্পত্তির অধিকারী হওয়া নিষিদ্ধ ছিল। চীনের মাঁদারিঁ-রা চীনা ভাষার একটি বিশিষ্ট উপভাষায় কথা বলতেন; এই উপভাষাটিকেই বর্তমানে গণচীনের জাতীয় সরকারী ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, যার নাম ম্যান্ডারিন চীনা ভাষা।
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads