শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

যমুনা গ্রুপ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

যমুনা গ্রুপ
Remove ads

যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী গুলোর মধ্যে অন্যতম।[] কোম্পানিটি অনেক গুলো শিল্পে পিন্ডীভূত। যেমন: বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, বেভারেজ, টয়লেট্রিজ, বিজ্ঞাপন ইত্যাদি।[][]

দ্রুত তথ্য ধরন, শিল্প ...

যমুনা গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৭০-এ নুরুল ইসলাম বাবুল কর্তৃক যিনি একজন স্থপতি এবং বর্তমানে যমুনা গ্রুপের চেয়ারম্যান।[] তাকে বাংলাদেশের অন্যতম একজন ধনীব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তিনি অধিক পরিচিত যমুনা গ্রুপ ও যমুনা ফিউচার পার্ক এর জন্য। তিনি দৈনিক যুগান্তর পত্রিকারও মালিক।[][][]

Remove ads

কোম্পানির তালিকা

  • ব্যবসায় এন্টারপ্রাইজ
  • যুগান্তর, একটি জাতীয় দৈনিক পত্রিকা
  • যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশের সর্ববৃহৎ শপিং মল।[][]
  • যমুনা টিভি[১০]
  • ক্রাউন বেভারেজ
  • যমুনা নিটিং ও ডায়িং লিমিটেড
  • যমুনা ডেনিমস লিমিটেড
  • যমুনা স্পিনিং মিলস লিমিটেড[১১]
  • শামীম স্পিনিং মিলস লিমিটেড
  • শামীম কম্পোজিট মিলস লিমিটেড
  • শামীম রোটর স্পিনিং মিলস লিমিটেড
  • যমুনা সিটি
  • নিউ উত্তরা মডেল টাউন
  • প্যাগাসাস লেদার লিমিটেড
  • যমুনা ডিস্টিলারি লিমিটেড
  • যমুনা অয়েল্ডিং ইলেকট্রড লিমিটেড
  • যমুনা ইলেকট্রনিক্স ও মোটরগাড়ি
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads