শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

যুদ্ধশিশু (২০১৪-এর চলচ্চিত্র)

চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

যুদ্ধশিশু (২০১৪-এর চলচ্চিত্র)
Remove ads

যুদ্ধশিশু প্রখ্যাত পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি/বাংলা চলচ্চিত্র। ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রুচা ইনামদার এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়[] এই চলচ্চিত্রে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে।[]

দ্রুত তথ্য যুদ্ধশিশু, পরিচালক ...
Remove ads

কাহিনি

চলচ্চিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সৈনিকদের বাংলাদেশি মহিলাদের ধর্ষণ ও তার প্রতিবাদের গল্প তুলে ধরা হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাইমা সেন। আর সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

অভিনয়ে

  • রফিক চরিত্রে ঋদ্ধি সেন
  • কাওসার চরিত্রে রুচা ইনামদার
  • বাবা চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়
  • মজিদ চরিত্রে ফারুক শেখ
  • মালিক চরিত্রে পবন মালহোত্রা
  • আমির চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত
  • ফিদা চরিত্রে রাইমা সেন
  • বীথিকা চরিত্রে তিলোত্তমা সোম
  • তরুণ আমির চরিত্রে শত্রুঞ্জয় দেবব্রত
  • সুদীপ্ত চরিত্রে জয় সেনগুপ্ত
  • আব্বু চরিত্রে পুর্ণেন্দু ভট্টাচার্য
  • আম্মি চরিত্রে গঙ্গা চক্রবর্তী
  • রাজিয়া চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়
  • বুড়ো মানুষ চরিত্রে আওয়ারি চাউরি
  • মারিয়াম চরিত্রে রূপসা মণ্ডল
  • রাজিয়ার স্বামী চরিত্রে ভূষণ বিদ্যতে
  • সৈনিক ১ চরিত্রে হরিশচন্দ্র
  • সৈনিক ২ চরিত্রে দিব্যান্দ্র চৌহান
  • পুরানো পণ্ডিত চরিত্রে বিদ্য ভূষণ
  • পাগলী চরিত্রে সঞ্জিতা মুখোপাধ্যায়
  • মজিদের চাকর চরিত্রে কেতন রাঠোর
  • আশরাফ চরিত্রে গুড্ডু গুপ্ত
  • আটককৃত রাজাকার চরিত্রে দেবাশীষ মণ্ডল
  • শেখ মুজিবুর রহমান চরিত্রে প্রদীপ গঙ্গোপাধ্যায়
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads