শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রক হাডসন
মার্কিন অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রক হাডসন (ইংরেজি: Rock Hudson; জন্ম: রয় হ্যারল্ড শেরার জুনিয়র, ১৭ নভেম্বর ১৯২৫ - ২ অক্টোবর ১৯৮৫) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে মুখ্য অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। হলিউডের স্বর্ণযুগে তিনি ম্যাগনিফিসেন্ট অবসেশন (১৯৫৪), অল দ্যাট হেভেন অ্যালাউস (১৯৫৫), এবং জায়ান্ট (১৯৫৬) চলচ্চিত্রে অভিনয় করে তারকা খ্যাতি অর্জন করেন এবং শেষোক্ত চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি পরবর্তী কালে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র পিলো টক (১৯৫৯), লাভার কাম ব্যাক (১৯৬১), এবং সেন্ড মি নো ফ্লাওয়ার্স (১৯৬৪) ছবিতে অভিনয় করে সফল হন। সেকেন্ডস (১৯৬৬), টবরুক (১৯৬৭), ও আইস স্টেশন জেব্রা (১৯৬৮) চলচ্চিত্রে কাজের পর তিনি ১৯৭০ ও ১৯৮০-এর দশকে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তিনি জনপ্রিয় রহস্য ধারাবাহিক ম্যাকমিলান অ্যান্ড ওয়াইফ এবং এবিসির সোপ অপেরা ডাইন্যাস্টি-এ অভিনয় করেন।

যদিও তার জীবনের অনেক কিছুই গোপন ছিল, তবে এটি সর্বজনজ্ঞাত ছিল যে তিনি সমকামী ছিলেন। ১৯৮৫ সালে এইডস সংক্রান্ত জটিলতায় তার মৃত্যুর পর তার যৌন অভিমুখিতা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হয়।[১] তিনিই এইডস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রথম বড় তারকা। ২০১৭ সালে দ্য ডেইলি টেলিগ্রাফ তাদের হলিউড স্বর্ণযুগের ৫০ সেরা তারকা তালিকায় তাকে ২৪তম স্থান প্রদান করে।[২]
Remove ads
পুরস্কার ও মনোনয়ন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads