শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা

বাংলাদেশের ঢাকা জেলার বনানীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা
Remove ads

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা (আরইউডি) বাংলাদেশের ঢাকা জেলার বনানীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩০ জুলাই ২০০৩ সালে এর একাডেমিক কার্যক্রমগুলো অনুমোদন করে এবং ৩০ আগস্ট ২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর অধীনে আরইউডিকে অনুমোদন দেয়। [] আরইউডি ২০০৪ সালে কাজ শুরু করে। ডাঃ মমতাজ বেগম এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। শিক্ষাঙ্গনটি স্থায়ীভাবে অবস্থিত ৪০৪, তেজগাঁও, ঢাকা ১২০৮।

দ্রুত তথ্য ধরন, স্থাপিত ...
Remove ads

উপাচার্য

নিম্নোক্ত ব্যক্তিবর্গ রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

  • প্রফেসর ড. নুরুল আলম খান (জানুয়ারি ২০১০ - মে ২০১১)
  • প্রফেসর ড. ইঞ্জি. হাসান ইমতিয়াজ চৌধুরী (নভেম্বর ২০১৩ - এপ্রিল ২০১৫)
  • প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার (সেপ্টেম্বর ২০২৩ - জানুয়ারী ২০২১)
  • প্রফেসর ড. সুভাষ চন্দ্র শীল (ফেব্রুয়ারি ২০২১ - সেপ্টেম্বর ২০২৩)
  • অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মজুমদার (বর্তমান)
Remove ads

শিক্ষাদান

সারাংশ
প্রসঙ্গ

রয়্যাল ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন (বিবিএ), হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন (এইচএমটি), অর্থনীতি, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি (সিএসআইটি), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), এবং শিক্ষায় (বি.এড) চার বছরের স্নাতক ডিগ্রি প্রদান করে। এর স্নাতকোত্তর কার্যক্রম গুলো হলো ব্যবসায় প্রশাসন (এমবিএ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে মাস্টার্স (এমএসসিএসই), গ্রন্থাগার পরিচালনা ও তথ্য বিজ্ঞানে মাস্টার্স অব সাইন্স (এমএসএলএমআইএস) এবং শিক্ষায় মাস্টার্স অব আর্টস (এম.এড)।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বি.এসসি. (দিন/সন্ধ্যা)
  • কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে বি.এসসি. (দিন/সন্ধ্যা)
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে এম.এস.সি
  • গ্রন্থাগার পরিচালনা ও তথ্য বিজ্ঞানে এম.এস.সি

নিম্নলিখিত প্রধান বিষয়গুলো উপর আরইউডি তে সিএসই কার্যক্রমে শিক্ষাদান করা হয় :

  • সফটওয়্যার ডিজাইনিং ও ডেভলপমেন্ট
  • ওয়েব সলিউশন
  • তথ্য যোগাযোগ
  • নেটওয়ার্কিং
  • হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ
  • তথ্য বিজ্ঞান

ব্যবসায় প্রশাসন অনুষদ

  • বিবিএ (দিবা/সন্ধ্যা)
  • এমবিএ (দিবা/সন্ধ্যা)
  • এক্সিকিউটিভ এমবিএ

নিম্নলিখিত প্রধান বিষয়গুলো উপর আরইউডি তে বিবিএ কার্যক্রমে শিক্ষাদান করা হয় :

  • মানব সম্পদ ব্যবস্থাপনা
  • ব্যবসা অর্থনীতি
  • অর্থায়ন
  • মার্কেটিং
  • হিসাবরক্ষণ

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ

  • ইংরেজিতে বি.এ.
  • হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনে ব্যাচেলর (বিএইচএমটি)
  • কলা শিক্ষায় স্নাতক (বি.এড)
  • কলা শিক্ষায় মাস্টার (এম.এড। )

ইংরেজি শিক্ষা বিভাগটি আরইউডির অন্যতম বিভাগ, যেটি স্নাতক স্তরে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বিএ (অনার্স) পাঠ্যক্রমটি সাহিত্য এবং ভাষাতত্ত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করে।

Remove ads

ছাত্রজীবন

আরউডিতে নিম্নলিখিত নয়টি ছাত্র সংঘ রয়েছে:[]

  • ব্যবসায় সংঘ
  • কম্পিউটার সংঘ
  • সাংস্কৃতিক সংঘ
  • বিতর্ক সংঘ
  • চলচ্চিত্র ও নাটক সংঘ
  • ফটোগ্রাফি সংঘ
  • সমাজ কল্যাণ সংঘ
  • ক্রীড়া সংঘ
  • পর্যটন সংঘ

পাদটিকা

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads