শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রাজশাহী কমিউটার
বাংলাদেশের রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর শ্রেনীর কমিউটার ট্রেন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রাজশাহী/ঈশ্বরদী কমিউটার (ট্রেন নং-৫৭/৫৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর শ্রেনীর কমিউটার ট্রেন। ট্রেনটি যাত্রাপথে পাবনা জেলা, নাটোর জেলা, রাজশাহী জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।[১][২] এই ট্রেনটি আন্তঃনগর ট্রেনের একটি ভ্যাকুয়াম রেক নিয়ে চলে এবং রহনপুর কমিউটার ট্রেনের সাথে রেক শেয়ার করে।
Remove ads
যাত্রাপথ ও সময়সূচি
রাজশাহী/ঈশ্বরদী কমিউটার (৫৭/৫৮) ট্রেনটি পাবনা জেলার ঈশ্বরদী জংশন থেকে যাত্রা শুরু করে বিভাগীয় শহর রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। ডাউন ৫৮ নং ট্রেনটি ঈশ্বরদী কমিউটার নামে পরিচিত। উক্ত ট্রেনটির সময়সূচি নিচে উল্লেখ করা হলো: 58নং রহনপুর কমিউটার = রহনপুর থেকে ছাড়ে বিকাল 5 টা 10 টায়, ঈশ্বরদী পৌঁছায় সন্ধ্যা 8টা 40 মিনিটে 57 নং রহনপুর কমিউটার = ঈশ্বরদী থেকে ছাড়ে সকাল ০৭:০০, রহনপুর পৌঁছায় সকাল ১১:১০
Remove ads
যাত্রাবিরতি
রহনপুর/রাজশাহী/ঈশ্বরদী কমিউটার (৫৭/৫৮) যাত্রাপথে যেসকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- আজিমনগর রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন
- লোকমানপুর রেলওয়ে স্টেশন
- আড়ানী রেলওয়ে স্টেশন
- নন্দনগাছি রেলওয়ে স্টেশন
- সরদহ রোড রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
- রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন (শুধুমাত্র ৫৭)
- কাঁকনহাট রেলওয়ে স্টেশন
- ললিতনগর রেলওয়ে স্টেশন
- আমনুরা জংশন রেলওয়ে স্টেশন
- নাচোল রেলওয়ে স্টেশন
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads