শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রামকুমার চট্টোপাধ্যায়
ভারতীয় গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রামকুমার চট্টোপাধ্যায় (২১ আগস্ট ১৯২১ – ১৮ মার্চ ২০০৯) ছিলেন একজন ভারতীয় বাঙালি গায়ক। তিনি মূলত বাংলা পুরাতনী ও ভক্তিমূলক গানের গায়ক ছিলেন। "স্ত্রীর পত্র" ও "অমরগীতি" চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনার কাজও করেন। অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর বাংলা গানে তার দক্ষতা ছিল প্রবাদপ্রতিম। তার রেকর্ড করা কয়েকটি বিখ্যাত গান হল "একদা এক বাঘের গলায়", "কাদের কূলের বউ", "একি তোমার মানের সময়", "Let me go ওরে দ্বারি" ইত্যাদি। তার পুত্র শ্রীকুমার চট্টোপাধ্যায় এই ধারার অপর এক বিশিষ্ট গায়ক।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads