শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

রুয়ান্ডা

আফ্রিকার একটি সার্বভৌম রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রুয়ান্ডাmap
Remove ads

রুয়ান্ডা (রুয়ান্ডা ভাষায়: Rwanda রুয়ান্ডা বা র্‌গুরান্ডা /ɾ(g)wɑndɑ/) আফ্রিকার পূর্ব-মধ্যাংশের একটি রাষ্ট্র। দেশটির সরকারি নাম রুয়ান্ডা প্রজাতন্ত্র। এর রাজধানীর নাম কিগালি। এদেশে প্রায় ৮০ লাখ লোকের বাস। রুয়ান্ডার চারিদিকে রয়েছে উগান্ডা, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, এবং তানজানিয়া। এদেশের উর্বর ও পাহাড়ী ভূমির কারণে এর নামকরণ করা হয়েছে হাজার পাহাড়ের দেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে রুয়ান্ডাতেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। হুটু ও টুটসি উপজাতি জনগোষ্ঠীর এই দেশটি বিংশ শতাব্দীর শেষভাগে ১৯৯৪ সালের ভয়াবহ জাতিগত দাঙ্গা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বের নজরে আসে।

দ্রুত তথ্য রুয়ান্ডা প্রজাতন্ত্র Repubulika y'u RwandaRépublique du Rwanda, রাজধানী ও বৃহত্তম নগরী বা বসতি ...
Thumb
রুয়ান্ডার প্রদেশসমূহ
Remove ads

ইতিহাস

১৯৯৪ সালে রুয়ান্ডায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে আট লাখ নাগরিক নিহত হন। গণহত্যার শিকার অধিকাংশই ছিল সংখ্যালঘু তুতসি সম্প্রদায়ের।[]

রাজনীতি ও সরকার

রুয়ান্ডার রাষ্ট্রপতি হল রাস্ট্রের প্রধান এবং তার বহুবিধ ক্ষমতার মধ্যে রয়েছে মন্ত্রীপরিষদের সহায়তায় নীতি প্রণয়ন, বিশেষ ক্ষমতায় ক্ষমা করা, সশস্ত্র বাহিনীকে পরিচালনা করা, বিভিন্ন চুক্তি অনুমোদন করা, রাষ্ট্রপতির নির্দেশ সই করা এবং যুদ্ধ বা জরুরি অবস্থা ঘোষণা করা।প্রতি ৭ বছরের জন্য জনগনের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার অন্য সদস্যদের নিয়োজিত করেন।বর্তমান রাষ্ট্রপতি পল কাগেমে, যিনি ২০০০ সালে তার পূর্বতন পাস্তুর বিজিমুঙ্গে এর পদত্যাগ এর পরে দায়িত্ব গ্রহণ করেন।

Remove ads

প্রশাসনিক অঞ্চলসমূহ

অর্থনীতি

জনসংখ্যা

আনুমানিক ৯৮০০০ হাজার।

সংস্কৃতি

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads