শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রেগিস্তান
উজবেকিস্তানের অন্তর্গত প্রাচীন সমরকন্দের একটি এলাকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রেগিস্তান (ریگستان) তিমুরি রাজবংশের সময় বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত প্রাচীন সমরকন্দের মূল কেন্দ্র ছিল। ফারসিতে রেগিস্তান অর্থ বালুময় স্থান বা মরুভূমি।
রেগিস্তান ছিল একটি জনসমাগম চত্বর। এখানে রাজকীয় ফরমান শোনার জন্য মানুষ জড়ো হত। এছাড়া এখানে প্রকাশ্যে মৃত্যুদন্ডও দেয়া হত। রেগিস্তানের কাঠামো ইসলামি স্থাপত্যশৈলীতে নির্মিত তিনটি মাদ্রাসাকে ঘিরে গড়ে উঠেছে।
Remove ads
মাদ্রাসা


রেগিস্তান চত্বরের তিনটি মাদ্রাসা হল উলুগ বেগ মাদ্রাসা (১৪১৭-১৪২০), তিলইয়া-কুরি মাদ্রাসা (১৬৪৬-১৬৬০) ও শের-দুর মাদ্রাসা (১৬১৯-১৬৩৬)।
উলুগ বেগ মাদ্রাসা (১৪১৭-১৪২০)
উলুগ বেগ মাদ্রাসা (ফার্সি: مدرسه الغ بیگ) তিমুরি রাজবংশের সময় তৈরী হয়। ১৫শ শতাব্দীতে এই মাদ্রাসা মুসলিম প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। পারস্যের কবি, পণ্ডিত, সুফি জামি এখানে পড়াশোনা করেছেন।[১] উলুগ বেগ স্বয়ং এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। উলুগ বেগের সরকারের সময় এই মাদ্রাসায় ধর্মীয় বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে শিক্ষাদান করা হত।
শের-দুর মাদ্রাসা (১৬১৯-১৬৩৬)
১৭শ শতাব্দীতে সমরকন্দের শাসক ইয়ালানগুশ বাখুদুর শের-দুর মাদ্রাসা (ফার্সি: شیردار) ও তিলইয়া-কুরি মাদ্রাসা (ফার্সি: طلاکاری) নির্মাণের আদেশ দেন।
তিলইয়া-কুরি মাদ্রাসা (১৬৪৬-১৬৬০)
শের-দুর মাদ্রাসার দশ বছর পর তিলইয়া-কুরি মাদ্রাসা (ফার্সি: طلاکاری) নির্মাণ করা হয়। এটি ছিল শিক্ষার্থীদের আবাসস্থল কিন্তু মসজিদ হিসেবেও ভূমিকা পালন করত।
Remove ads
অন্যান্য স্থাপনা
শায়বানিদের মাজার
তিলইয়া-কুরি মাদ্রাসার পূর্ব দিকে শায়বানিদের মাজার রয়েছে। শায়বানি শক্তির প্রতিষ্ঠাতা মুহাম্মদ শায়বানি। ১৫০০ সালে তিনি চাগতাই খানাতের সাহায্য নিয়ে সমরকন্দ ও বুখারা জয় করেছিলেন।
চসরু বাণিজ্য গম্বুজ
শের-দুর মাদ্রাসার পেছনে প্রাচীন বণিজ্য গম্বুজ চসরু অবস্থিত।
চিত্রশালা
- উলুগ বেগ মাদ্রাসার প্রাঙ্গণ
- শের-দুর মাদ্রাসার দেয়ালে অঙ্কিত বাঘ
- ১৯শ শতাব্দীতে তিলইয়া-কুরি মাদ্রাসা
- শায়বানিদের মাজার
- চসরু বাণিজ্য গম্বুজ
আরও দেখুন
- গোরে আমির
- বিবি খানম মসজিদ
- শাহে জিন্দা
- তিমুরি রাজবংশ
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads