শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
রেলওয়ে ফুটবল দল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
রেলওয়েজ ফুটবল দল হল ভারতীয় ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় রেলওয়ের ফুটবল বিভাগ, বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় তাদের প্রতিনিধিত্ব করে। এটি ভারতীয় রেলওয়ে ক্রীড়া উন্নয়ন বোর্ড দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং সন্তোষ ট্রফি-এ প্রতিদ্বন্দ্বিতা করে।
তারা ৯ বার সন্তোষ ট্রফির ফাইনালে অংশগ্রহণ করেছিলো এবং ৩ বার ট্রফি জিতেছেন।
Remove ads
সাফল্য
- সন্তোষ ট্রফি
- এম দত্ত রায় ট্রফি
- বিজয়ী (২): ১৯৯৭, ১৯৯৮
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads