শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

লাইফ ওকে

ভারতীয় বিনোদনমূলক টেলিভিশন চ্যানেল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

লাইফ ওকে
Remove ads

লাইফ ওকে হল হিন্দি ভাষায় সম্প্রচারিত ভারতীয় ক্যাবল ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যেটি সম্পূর্ণরূপে শোমেকার কোম্পানি এবং ২১ শতক ফক্স মালিকানাধীন চ্যানেল হিসেবে স্টার ইন্ডিয়া ও আইবিসি নেটওয়ার্কের কর্তৃক পরিচালিত হয়ে থাকে। চ্যানেলটি ২০১১ সালের ১৮ ডিসেম্বর চালু করা হয় এবং বিশ্বের বহু দেশে প্রচারিত হয়।[২০] স্টার ইন্ডিয়া কর্তৃক চ্যানেলটি স্টার ওয়ান থেকে স্থানান্তর করে লাইফ ওকে নামে নামান্তর করা হয়।[২১]

দ্রুত তথ্য লাইফ ওকে, উদ্বোধন ...

লাইফ ওকে হাই ডেফিনেশন ১০৮০আই পিকচার কোয়ালিটির গুণগত মান ফরমেটে ভারতে তাদের এইচডি সংস্করণ শুরু করে এবং ২০১২ সালের অক্টোবর ৫.১ ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম চালু করে। বর্তমানে লাইফ ওকে টাটা স্কাই, ভিডিওকন ডিটুএইচ ও ডিশ টিভি সহ সকল প্রকার প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে।

২০১২ সালের ১লা মার্চ তারিখে চ্যানেলটি মার্কিন যুক্তরাষ্ট্র চালু চালু করা হয়।[২২] এছাড়াও যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড লাইফ ওকে নামান্তর হওয়ার আগে স্টার ওয়ান নাম নিয়ে ২০১২ সালের ২৮ মে পর্যন্ত সম্প্রচারিত হয়। বর্তমানে সম্প্রচারিত অনুষ্ঠানের তালিকা:- ৮.০০-৮.৩০ হার মার্দ কা দার্দ ৮.৩০-৯.০০ কলস ৯.০০-৯.৩০ গুলাম ৯.৩০-১০.০০ মে আই কাম ইন ম্যাডাম [২৩]

Remove ads

ইতিহাস

চ্যানেলটি তার চতুর্থ সপ্তাহে ১০০ জিআরপিএস অর্জন করে।[২২] বর্তমানে, লাইফ ওকের অনুষ্ঠানমালা ৩০ মিনিটের জন্য সম্প্রচার করা হচ্ছে।

চ্যানেলটির বর্তমান জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন অজিত ঠাকুর।[২৪]

পূর্বে সম্প্রচার

কমেডি ধারাবাহিক

  • অলক্ষ্মী কা সুপার পরিবার
  • বহু হামারি রজনীকান্ত
  • কমেডি ক্লাসেস
  • হার মর্দ কা দর্ড
  • মে আই কাম ইন ম্যাডাম

নাটকীয় ধারাবাহিক

  • আসমান সে আগে
  • দ্য অ্যাডভেঞ্চার অফ হাতিম
  • আজীব দাস্তা হ্যায় ইয়ে
  • অমৃত মন্থন
  • বাওরে
  • দাফা ৪২০
  • দিল সে দি দুয়া... সৌভাগ্যবতী ভব?
  • দো দিল এক জান
  • ড্রীম গার্ল - এক লাড়কি দিওয়ানি সি
  • এক বুঁদ ইশক
  • এক নয়ি উম্মিদ – রোশনি
  • এক থা চন্দর এক থি সুধা
  • গোলাম
  • গুস্তাখ দিল
  • হাম নে লি হ্যায়...শপথ
  • জানে কেয়া হোগা রামা রে
  • জুনুন - এসি নফরাত তোহ কেইসা ইশক
  • কেইসা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়
  • কলস এক বিশ্বাস
  • লৌট আও তৃষা
  • মে লক্ষ্মী তেরে অঙ্গন কি
  • মেরে রং মে রঙ্গনে ওয়ালি
  • মেরি মা
  • নাগার্যুনা - এক যোদ্ধা
  • নাদান পারিন্দে
  • পিয়া রংরেজ
  • প্রেম ইয়া পাহেলি - চন্দ্রকান্ত
  • পুকার - কল ফর দ্য হিরো
  • রক্ষক
  • রিশ্তো কা সওদাগর - বাজীগর
  • সাবধান ইন্ডিয়া – ইন্ডিয়া ফাইটস
  • সাবিত্রী
  • শের-এ-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং
  • তুম দেনা সাথ মেরা
  • তুমহারি পাখি

লোমহর্ষক/অলৌকিক ধারাবাহিক

  • খোফ বিংস... রিঙ্গা রিঙ্গা রোসেস
  • মহা কুম্ভ: এক রহস্য, এক কাহানি
  • সুপারকপ ভার্সেস সুপারভিলেন
  • জিন্দেগি আভি বাকি হ্যায় মেরে ঘোস্ট

বাস্তবতা/নন-স্ক্রিপ্টেড ধারাবাহিক

  • দ্য ব্যাচেলোরেট ইন্ডিয়া
  • ডেয়ার ২ ড্যান্স
  • হিন্দুস্তান কে হুনারবাজ
  • লাফ ইন্ডিয়া লাফ
  • মাজাক মাজাক মে
  • সাচ কা সামনা
  • ওয়েলকাম – বাজি মেহমান নওয়াজি কি

পৌরাণিক ধারাবাহিক

  • ভক্ত কি ভক্তি মে শক্তি
  • দেবো কে দেব...মহাদেব
  • রামলীলা – অজয় দেবগন কে সাথ
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads