শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
লাওৎসি
চীনা দার্শনিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
লাওৎসি (ইংরেজি: Laozi) (চীনা: 老子; ওয়েড-জাইলস: Lao Tzu) ছিলেন খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে প্রাচীন চীনের একজন দার্শনিক। তিনি তার রচিত "তাও তে চিং" (সাধারণত লাওৎসি নামেই পরিচিত) গ্রন্থের জন্যই সর্বাধিক পরিচিত।[১] তাকে তাওবাদ এর প্রর্বতক বলে বিবেচনা করা হয়। ধর্মীয়ভাবে তাওবাদী দর্শনে তাকে একজন ডেইটি বা দেবতা হিসেবে দেখা হয় এবং বলা হয় তিনি তাইসেং লাউজুন বা "তিন পবিত্রাত্মার একজন"।
যদিও চৈনিকরা মনে করেন তিনি খ্রিষ্টপূর্ব ৬ষ্ট শতকে জন্মে ছিলেন, কোন কোন ঐতিহাসিকের মতে তিনি আসলে খ্রিষ্টপূর্ব ৫ম-৪র্থ শতকের মানুষ।[২] আবার আরেক দল মনে করেন লাওৎসি আসলে অনেকগুলো ঐতিহাসিক ব্যক্তির সম্মিলন বা তিনি একজন পৌরাণিক চরিত্র।
চৈনিক সংস্কৃতির একজন কেন্দ্রীয় চরিত্র হিসেবে অভিজাত ও সাধারণ দুই শ্রেণীর মানুষ-ই তাকে নিজেদের একজন বলে মনে করে। ত্যাং রাজপরিবার তাকে নিজেদের পূর্বপুরুষ বলে মনে করত এবং তাকে Táishāng xuānyuán huángdì বা "সর্বপ্রথম ও সর্বোচ্চ রহস্যময় সম্রাট" উপাধীতে ভূষিত করে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লাওৎসির মতাদর্শ কর্তৃত্ববাদ-বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে।
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads