শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

লালমোহন

বাংলাদেশের মানব বসতি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

লালমোহনmap
Remove ads

লালমোহন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলায় অবস্থিত লালমোহন উপজেলার প্রধান শহর। প্রশাসনিকভাবে শহরটি লালমোহন উপজেলার সদর দফতর। এটি জনসংখ্যার বিচারে ভোলা জেলার তৃতীয় বৃহত্তম শহর।

দ্রুত তথ্য লালমোহন পূর্বনাম: মেহেরগঞ্জ, দেশ ...
Remove ads

ভৌগোলিক উপাত্ত

লালমোহন শহরের অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৩৪১৩৩৯° উত্তর ৯০.৭৩১৯৫৫° পূর্ব / 22.341339; 90.731955। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ২ মিটার। শহরটি ভোলা জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

ইতিহাস

৭ জানুয়ারী ১৯১৯ সালে লালমোহন থানার কার্যক্রম শুরু হয়। ১৫ এপ্রিল ১৯৮৩ সালে লালমোহন উপজেলা গঠিত হলে লালমোহন শহরকে উপজেলা সদর করা হয়। ১৯৯৮ সালে লালমোহন পৌরসভা গঠিত হলে লালমোহন পৌরশহরের মর্যাদা লাভ করে।[]

প্রশাসন

লালমোহন শহরটি লালমোহন পৌরসভা দ্বারা পরিচালিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৮টি মহল্লায় বিভক্ত। ২১.৬৬ বর্গ কি.মি. আয়তনের লালমোহন শহরের ৮.২৯ বর্গ কি.মি. লালমোহন পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী লালমোহন শহরের মোট জনসংখ্যা ৩৬,০৬৬ জন যার মধ্যে ১৭,৯০৫ জন পুরুষ এবং ১৮,১৬১ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৯:১০০৷ []

শিক্ষা

এই শহরের স্বাক্ষরতার হার শতকরা ৫৩.৪ ভাগ।শহরে সরকারী কলেজ ১টি, বেসরকারী কলেজ ২টি, কামিল মাদ্রাসা ১টি, মাধ্যমিক বিদ্যালয় ৫টি, দাখিল মাদ্রাসা ১টি, কেজি স্কুল ৩টি রয়েছে।

খেলাধুলা

লালমোহন স্টেডিয়াম শহরের মধ্যস্থলে অবস্থিত। প্রতি বছর এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[]

দর্শনীয় স্থান

শহরের দুটি জনপ্রিয় পর্যটন স্থান হলো:

  • আক্কেলপুর তুলশি গঙ্গা নদী ও ব্রিজ
  • শহীদ ছমির উদ্দিন শৃতি পার্ক

[]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads