শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শহীদুজ্জামান সেলিম

বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শহীদুজ্জামান সেলিম
Remove ads

শহীদুজ্জামান সেলিম (জন্ম: ৫ জানুয়ারি) একজন বাংলাদেশী মঞ্চ, টেলিভিশনচলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি শতাধিক বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বেশকয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।[]

দ্রুত তথ্য শহীদুজ্জামান সেলিম, জন্ম ...

তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ (২০০৬), রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি (২০১২), চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস (২০১৩), জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৫) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[] এছাড়াও দুই দশক ধরে ছোট পর্দায় অবদানের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[]

Remove ads

কর্মজীবন

ছাত্রজীবনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সেলিম নাট্য আন্দোলনের সাথে যুক্ত হন।[] পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি ঢাকা থিয়েটারে মঞ্চ অভিনেতা হিসেবে যোগ দেন এবং বর্তমানকাল পর্যন্ত এই দলের অধীনে অনিয়মিতভাবে মঞ্চে অভিনয় করে আসছেন। এই থিয়েটার দলের সাথে তিনি বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় এবং নির্দেশনা দেন। মঞ্চে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি ছোটপর্দায় এবং বড়পর্দায় কাজ করেছেন।

১৯৮৯ সালে, বাংলাদেশ টেলিভিশনের জোনাকি জ্বলে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি ছোটপর্দায় অভিষেক ঘটান।[] এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন। তার পরিচালিত স্পর্শের বাইরে এবং রঙছুট ধারাবাহিক নাটক ছোটপর্দার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।[]

Remove ads

ব্যক্তিগত জীবন

শহীদুজ্জামান সেলিম ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশী মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন।[][][] তাদের দুইটি মেয়ে রয়েছে।

চলচ্চিত্র তালিকা

সূত্র
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে
আরও তথ্য বছর, শিরোনাম ...

টেলিভিশন

টেলিভিশন ধারাবাহিক

  • জোনাকি জ্বলে (১৯৮৯)[]
  • ৬৯
  • চলছে চলবে
  • রেলাক্স বক্স (২০১১)[১২]
  • চোরের বউ (২০১১)[১২]
  • ডটেঁক্টিভ ব্রাঞ্চ (২০১২)[১৩]
  • দক্ষিণায়নের দিন (২০১২)[১৪][১৫]
  • পথের দাবী (২০১২)[১৫]
  • প্রিয় (২০১২)[১৬]
  • সাংরিলা (২০১৩)[১৭]
  • নিয়ামত এ তার বিবিগণ (২০১৪)[১৮]
  • বক্সার কবি (২০১৪)[১৯]
  • সামান্তা[১২]
  • ফ্যামিলি ক্রাইসিস (২০১৯-২০২১)
  • স্টুপিডস (২০২০)

টেলিভিশন নাটক

  • বাজিকর
  • চোর এলো মোর ঘরে (২০১২)[২০]
  • বাতাসে মুক্তির ঘ্রাণ (২০১২)[২০]
  • সব বাঁধা পেরিয়ে (২০১২)[২০]
  • হাফিজ মামা (২০১৩)[২১]
  • অপেক্ষা শুধু বর্ষণের (২০১৪)[২২]
  • নিঝুম রাত্রি (২০১৪)[২৩]
  • ভাইরাল ভাইরাস (২০২১)[২৪]

টেলিফিল্ম

  • দুঃসহ ধর্মিনী (২০১১)[১২]
  • অ্যাসাইনমেন্ট (২০১৪)
  • মরণোত্তম (২০২১)
  • দেনা পাওনা
পরিচালক হিসেবে

টেলিভিশন খণ্ড নাটক

  • এইসব অন্ধকার (২০০৭)
  • স্পর্শের বাইরে (২০১১)[][১২]
  • রঙছুট(২০১১)[][১২]
  • আগন্তুক
  • নকল পোশাক
  • গৌরচন্দ্রিকা
  • নিঝুম রাত্রি (২০১৪)[২৩]
  • একঝাঁক মৃত জোনাকি (২০১৫)

ওয়েব ধারাবাহিক

  • ইন্দুবালা (২০১৮)
  • বিউটি এন্ড দ্যা বুলেট (২০১৯)
  • কুয়াশা (২০২০)
  • আগস্ট ১৪ (২০২০)
  • এ এমন পরিচয় (২০২০) - মির্জা সাহেব
  • মিডল ক্লাস দিনরাত্রি (২০২০)
  • জিম্মি (২০২২)
Remove ads

পুরস্কার এবং মনোনয়ন

আরও তথ্য অনুষ্ঠান, বছর ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads