শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শারীরিক অন্তরঙ্গতা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শারীরিক অন্তরঙ্গতা হচ্ছে সাধারণত দুইজন মানুষের নগ্ন হয়ে এক অপরকে ছুঁয়াছুঁয়ি বা যৌন-সম্পর্ক করা, তাছাড়া সমলিঙ্গের বা বিষমলিঙ্গের প্রেমযুগলের পারস্পরিক আবেগীয় আলিঙ্গন (বস্ত্র পরিহিত অবস্থায় বা নগ্ন হয়ে) ও এক প্রকারের শারীরিক অন্তরঙ্গতা।[১] এ ধরনের কাজ মানুষ তার প্রেমিক বা প্রেমিকা বা ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবীর সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে করে। এ ধরনের কাজে মানবশরীরে ভালো উপকার হয়, মানসিক আনন্দ পাওয়া যায়। শারীরিক অন্তরঙ্গতার মাধ্যমে নারী-পুরুষ উভয়ের মধ্যেই অক্সিটোসিন, ডোপামাইন এবং সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, তাছাড়া মানুষের স্ট্রেস হরমোনের কার্যকারিতা হ্রাস পায়।[২]
Remove ads
শারীরিক অন্তরঙ্গতা এবং ব্যক্তিগত ব্যাপার
কারো সম্মতি ছাড়া কারো সঙ্গে শারীরিক অন্তরঙ্গতা করার চেষ্টা করলে সেটি ধর্ষণ বলে গণ্য হবে।[৩] কিন্তু এমনিতে ভালোবাসা বা বন্ধুসুলভ বা আবেগীয় বা মানবিকতা হিসাবে কারো সঙ্গে আলিঙ্গন করলে যদিও সেটাকে শারীরিক অন্তরঙ্গতা বোঝায় না কেউ কিছু মনে করবেনা।[৩]
প্রীতি প্রদর্শন

সাধারণত প্রেমযুগলরা বাসায় বা কম মানুষপূর্ণ কোনো জায়গায় বা কোনো নির্জন জায়গায় এরূপ শারীরিক অন্তরঙ্গতায় লিপ্ত হতে পারে, তবে আশেপাশে মানুষ থাকলে তারা বিবস্ত্র হবেনা।[৪] সাধারণত প্রেমযুগলরা নিম্নোক্ত কাজগুলো করে থাকেনঃ[৫]
- আবেগীয় আলিঙ্গন
- হাত বুলিয়ে আদর করা (মাথা বা পিঠ)
- চোখে চোখ রেখে অনেকক্ষণ তাকিয়ে থাকা
- পরস্পরের ওষ্ঠে চুম্বনকর্ম করা
- পায়ের ওপর শুয়ে থাকা
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads