শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ম্লেচ্ছ রাজবংশ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শালস্তম্ভ বংশ (ইংরেজি: Mlechchha dynasty) সপ্তম শতকের মধ্যভাগে শালস্তম্ভ নামক রাজা প্রতিষ্ঠা করেন।[১] তিনি তার রাজ্যের রাজধানী প্রাগজ্যোতিষপুর থেকে স্থানান্তর করে তেজপুরের নিকটবর্তী হারেপেশ্বর নামক স্থানে স্থাপন করেন।[১] এই বংশের রাজার ৬৫০ খ্রিষ্টাব্দ থেকে ৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। মুসলমানদের ম্মেচ্ছ বলা হয়েছে।।কিন্তু এই বংশের রাজারা নিজেদের ভগদত্ত বংশের বলে পরিচয় দিতেন । এই বংশের পতনের পর পালবংশকামরূপ রাজ্যে রাজত্ব করেন। আনন্দমঠ অনুযায়ী ও বিভিন্ন সাহিত্য অনুযায়ী ম্মেচ্ছ অস্পৃশ্য অভিশপ্ত পাপীদের বলে যেই মুসলমানদের হিন্দুরা বলে।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads