শেষ লেখা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯৪১ খ্রীস্টাব্দে তাঁর মৃৃত্যুর পর প্রকাশিত হয়।[৩] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত সর্বশেষ উল্লেখযোগ্য সৃষ্টি।[৩] এতে সর্বমোট পনেরোটি কবিতা রয়েছে।[৪] এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি।[১]
![]() | বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। (জুলাই ২০২১) |

Remove ads
কবিতার তালিকা
"শেষ লেখা" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৪]–
১. সুমুখে শান্তিপারাবার
২. রাহুর মতন মৃত্যু
৩. ওরে পাখি
৪. রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে
৫. আরো একবার যদি পারি
৬. ওই মহামানব আসে
৭. জীবন পবিত্র জানি
৮. বিবাহের পঞ্চম বরষে
৯. বাণীর মুরতি গড়ি
১০. আমার এ জন্মদিন-মাঝে আমি হারা
১১. রূপ-নারানের কূলে
১২. তব জন্মদিবসের দানের উৎসবে
১৩. প্রথম দিনের সূর্য
১৪. দুঃখের আঁধার রাত্রি বারে বারে
১৫. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads