শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শ্বাপদ বর্গ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্বাপদ বর্গ
Remove ads

কর্ডাটা পর্বের স্তন্যপায়ী শ্রেণীর বৈচিত্রপূর্ণ মাংসভুক বর্গ (order Carnivora)। এদের সবাই যে মাংশ খায় তা নয়। যেমন বৃহৎ পান্ডা সম্পূর্ণ নিরামিষাশী, কেবল বাঁশ পাতা খেয়ে থাকে, আবার ভালুক, শেয়াল, খেঁকশিয়াল ইত্যাদি খাদ্যাভ্যাসের হিসাবে সর্বভুক। শ্বাপদ-দের একটি প্রধান বৈশিষ্ট্য হল কার্নাসাল নামে কাচির মত মাংস কাটতে পারে এমন দাঁত যেগুলি উপর নিচের পাটির কষের কাছে অবস্থিত কিন্তু ধারাল এবং ঘাঁজে ঘাঁজে ঢুকে যায়। কিন্তু পান্ডা ও আর্ড-উলফ ইত্যাদি কিছু প্রাণী শ্বাপদ হলেও তাদের কার্নাসাল দাঁত নেই। তাই শ্বাপদ হতে হলে কোন প্রাণীর নিজের কার্নাসাল দাঁত না থাকলেও তার পূর্বপুরুষের থাকলেই চলবে।

Thumb

শ্বাপদ বর্গকে দুটি বড় উপবর্গে ভাগ করা হয়েছেঃ

বিড়ালের মত অর্থাৎ মার্জারপ্রতিম উপবর্গ এবং কুকুরের মত অর্থাৎ কুক্কুর প্রতিম উপবর্গ।

Remove ads

মার্জারপ্রতিম উপবর্গ

(suborder feliformia)

ফেলিডাই (বিড়াল পরিবার)

মার্জার অর্থাৎ বিড়াল, বাঘ, সিংহ,

নিম্রাভিডাই

নকল ছোরা দেঁতো চিতা(false sabre toothed cat) (অবলুপ্ত)

হের্পেস্টিডাই (নকুল পরিবার)

নেউল, বেজী ইত্যাদি

হিয়াইনিডাই

হায়েনা

ভিভের্রিডাই

ভাম, খটাশ ইত্যাদি

নান্ডিনিডাই

আফ্রিকান ভাম

এউপ্লেরিডাই

মালাগাসির শ্বাপদ পরিবার

সারমেয়প্রতিম উপবর্গ

কানিদাই (কুক্কুর পরিবার)

কুকুর, শিয়াল, নেকড়ে, ইত্যদি

উর্সিদাই (Ursidae) (ভল্লুক পরিবার)

ভালুক, জায়ান্ট পান্ডা

আইলুরিদাই

লাল পান্ডা

মুস্তেলিদাই

ভোঁদড়, উদবিড়াল, গন্ধনকুল ইত্যাদি

ওদোবেনিদাই

ওয়ালরাস (walruses)

ওতারিদাই

সি-লায়ন, কানয়ালা সিল (eared seals)

ফোকিদাই

সিল (true seal)

প্রোকুয়োনিদাই

রাকুন

মেফিতিদাই

দুর্গন্ধী ব্যাজার

শ্রেণী বিভাজন ক্রম

 শ্বাপদ বর্গ 
ফেলিফোর্মিয়া

নিম্রাভিদাই

স্তেনোপ্লেসিক্তিদাই

পের্ক্রোকুতিদাই

নান্দিনীদাই

প্রিয়োনোদোন্তিদাই

বার্বৌরোফেলিদাই

ফেলিদাই

ভিভেরিদাই

হায়েনিদাই

হের্পেস্তিদাই

এউপ্লেরিদাই

 কানিফোর্মিয়া 

আম্ফিকুয়োনিদাই

কানিদাই

 আর্ক্তোইদেয়া 
 

হেমিকুয়োনিদাই

উর্সিদাই

পিন্নিপেদিয়া

এনালিয়ার্ক্তিদাই

 

ফোকিদাই

 

ওতারীদাই

ওদোবেনিদাই

 মুস্তেলৈদেয়া 
 

আইলুরিদাই

 

মেফিতিদাই

 

প্রোকুয়োনিদাই

মুস্তেলিদাই

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads