শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক (ভারত)
ভারতীয় মন্ত্রণালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে সরকারের একটি মন্ত্রণালয়, যেটি কর্মসংস্থান, শ্রম বাজার, শ্রমজীবীদের জীবনমান উন্নয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত।[১]
Remove ads
লক্ষ্য
শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে ভাল শিল্প সম্পর্ক ও সম্পর্ক উন্নয়ন বজায় রাখার দ্বারা উৎপাদনশীল কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র কমানো।
কার্যাবলী
সারাংশ
প্রসঙ্গ
সরকারের রুলস অব বিজনেস অনুসারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যপরিধি নিম্নরূপঃ
- শ্রমিকের নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ;
- শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিধান;
- ট্রেড ইউনিয়ন, শিল্প ও শ্রম বিরোধ, শ্রম আদালত এবং নিম্নতম মজুরি বোর্ড বিষয়ক কার্যক্রম;
- অকৃষি খাতে কর্মরত শ্রমিকগণসহ সকল শ্রমিকের কল্যাণ সাধন;
- শ্রম পরিসংখ্যান সংরক্ষণ;
- শ্রম আইনের প্রয়োগ ও এ সংক্রান্ত বিধিবিধান প্রণয়ন;
- শ্রম পরিসংখ্যান সংকলনসহ শ্রম গবেষণা;
- শ্রম ও জনশক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে কাজ করা এবং চুক্তি সম্পাদন ;
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র সাথে কার্যক্রমের সমন¦য় সাধন;
- শ্রম ও শিল্পকল্যাণ সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন;
- শ্রমিক-কর্মচারীদের সামাজিক নিরাপত্তা এবং সামাজিক বীমা সম্পর্কিত বিধিবিধান প্রণয়ন;
- শ্রম প্রশাসন ও প্রশিক্ষণ;
- অত্যাবশ্যকীয় চাকরি (ব্যবস্থাপনা) অধ্যাদেশ কার্যকর করা;
- খনি ও পাথর ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত আইনের প্রয়োগ;
- নিম্নতম মজুরি নির্ধারণ বিষয়ক বিধিবিধান প্রণয়ন ও প্রয়োগসহ ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন শিল্প সেক্টরে মজুরী বোর্ড গঠন ও নিম্নতম মজুরি বাস্তবায়ন;
- শ্রমিকদের শিক্ষা কার্যক্রম;
- শিল্পের শৃঙ্খলা রক্ষা;
- শিল্প শ্রমিকদের কর্ম পরিবেশ সম্পর্কিত বিধিবিধান;
- শ্রম ও শিল্পকল্যাণ সম্পর্কিত আইন ও নীতিমালা বাস্তবায়ন ও মূল্যায়ন;
- শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ;
- শ্রম ও শিল্পকল্যাণ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের সমন্বয় সাধন;
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহের তদারকি ও নিয়ন্ত্রণ;
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যপরিধিভুক্ত বিষয়াদির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক
সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা;
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কার্যপরিধিভুক্ত সকল আইন ও বিষয়াবলী;
- মন্ত্রণালয় সম্পর্কিত (কার্যপরিধিভুক্ত) যে কোন বিষয়ের উপর তদন্ত ও পরিসংখ্যান;
- আদালতে গৃহীত ফি ব্যতীত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যপরিধিভুক্ত সকল ফি আদায়;
- প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কার্যাবলী;
- জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের কার্যাবলী;
- ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন সংক্রান্ত কার্যক্রম।
Remove ads
সংস্থা
- কর্মচারী রাজ্য বীমা নিগম
- কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা
- বরাহগিরি ভেঙ্কট গিরি রাষ্ট্রীয় শ্রম প্রতিষ্ঠান
পূর্ব মন্ত্রীগণ
এই মন্ত্রকে প্রায় নিয়মিত মন্ত্রী বদল হয়েছে। ১৯৪৭ সালে জগজীবন রাম এই মন্ত্রকের প্রথম মন্ত্রী হন। গুলজারিলাল নন্দা ১৯৫৭ সালে এই মন্ত্রকের দায়িত্ব সামলান। ২০০৯ সালে মল্লিকার্জুন খড়কে মন্ত্রকের অন্যতম দীর্ঘকালীন মন্ত্রী ছিলেন।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads