শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
Remove ads

শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের হিন্দি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেতার অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, বিবরণ ...

এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী অভিনেতা হলেন দিলীপ কুমার, তিনি দাগ (১৯৫২) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন। দিলীপ কুমার ও শাহরুখ খান সর্বাধিক আটবার এই বিভাগে পুরস্কার লাভ করেন। অমিতাভ বচ্চন সর্বাধিক ৩৪টি মনোনয়ন লাভ করেছেন। সালমান খান কোন পুরস্কার জয় না করা সর্বাধিক ১০ বার মনোনীত অভিনেতা। ইরফান খান মরণোত্তর পুরস্কার বিজয়ী একমাত্র অভিনেতা, তিনি অংরেজি মিডিয়াম (২০২০) চলচ্চিত্রের জন্য মরণোত্তর এই পুরস্কার অর্জন করেন।[] ৬৭ বছর বয়সে পা (২০০৯) চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করা অমিতাভ বচ্চন এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজয়ী এবং ২১ বছর বয়সে ববি (১৯৭৩) চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করা ঋষি কাপুর এই বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ী। ২০১৭ সালের জানুয়ারিতে ঋষি স্বীকার করেন ১৯৭৩ সালে তিনি ৩০,০০০ রুপীর বিনিময়ে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ক্রয় করে ছিলেন এবং এজন্য তিনি লজ্জিত।[] বর্তমান বিজয়ী রাজকুমার রাও বাধাই দো (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।

Remove ads

বিজয়ী ও মনোনীত

সারাংশ
প্রসঙ্গ

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেতাদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কার আয়োজনের বছর নয়। পুরস্কার আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

Thumb
দিলীপ কুমার প্রথমবার ও যৌথভাবে সর্বাধিক আটবার পুরস্কৃত হন।
Thumb
দেব আনন্দ কালা পানি (১৯৫৮) ও গাইড (১৯৬৬)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
অশোক কুমার রাখী (১৯৬২) ও আশীর্বাদ (১৯৬৮)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
সুনীল দত্ত মুঝে জিনে দো (১৯৬৩) ও খান্দান (১৯৬৫)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
মনোজ কুমার বে-ঈমান (১৯৭২)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
শাম্মী কাপুর ব্রহ্মচারী (১৯৬৮)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
রাজেশ খান্না সাচ্চা ঝুঠা (১৯৭০), আনন্দ (১৯৭১), ও আবিষ্কার (১৯৭৪)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
ঋষি কাপুর ববি (১৯৭৩)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
সঞ্জীব কুমার আন্ধী (১৯৭৫) ও অরুণ পণ্ডিত (১৯৭৬)-এর জন্য টানা দুইবার পুরস্কৃত হন।
Thumb
অমিতাভ বচ্চন পাঁচবার পুরস্কৃত হন।
Thumb
অমল পালেকর গোলমাল (১৯৭৯)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
নাসিরুদ্দিন শাহ্ ১৯৮১, ১৯৮২ ও ১৯৮৪ সালে তিনবার পুরস্কৃত হন।
Thumb
অনুপম খের সারাংশ (১৯৮৪)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
কামাল হাসান সাগর (১৯৮৫)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
অনিল কাপুর তেজাব (১৯৮৮) ও বেটা (১৯৯২)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
জ্যাকি শ্রফ পরিন্দা (১৯৮৯)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
সানি দেওল ঘায়ল (১৯৯০)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
শাহরুখ খান যৌথভাবে সর্বাধিক আটবার পুরস্কৃত হন।
Thumb
নানা পাটেকর ক্রান্তিবীর (১৯৯৪)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
আমির খান রাজা হিন্দুস্তানী (১৯৯৬), লগান (২০০১), ও দঙ্গল (২০১৬)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
সঞ্জয় দত্ত বাস্তব: দ্য রিয়্যালিটি (১৯৯৯)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
হৃতিক রোশন কাহো না... প্যায়ার হ্যায় (২০০০), কোই... মিল গয়া (২০০৩), ধুম ২ (২০০৬) ও জোধা আকবর (২০০৮)-এর জন্য চারবার পুরস্কৃত হন।
Thumb
রণবীর কাপুর রকস্টার (২০১১), বর্ফী! (২০১২) ও সঞ্জু (২০১৮))-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
ফারহান আখতার ভাগ মিলখা ভাগ (২০১৩)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
শাহিদ কাপুর হায়দার (২০১৪)-এর জন্য পুরস্কৃত হন।
Thumb
রণবীর সিং বাজিরাও মাস্তানি (২০১৫), গল্লি বয় (২০১৯) ও ৮৩ (২০২১)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
Thumb
ইরফান খান হিন্দি মিডিয়াম (২০১৭) ও অংরেজি মিডিয়াম' (২০২০)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
রাজকুমার রাও বাধাই দো (২০২২)-এর জন্য পুরস্কৃত হন।

১৯৫০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

১৯৬০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

১৯৭০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

১৯৮০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

১৯৯০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

২০০০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

২০১০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...

২০২০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেতা ...
Remove ads

পরিসংখ্যান

একাধিকবার বিজয়ী

একাধিকবার মনোনীত

বয়ঃক্রমিক বিজয়ী

আরও তথ্য রেকর্ড, বিজয়ী ...
Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads