শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের হিন্দি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেতার অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী অভিনেতা হলেন দিলীপ কুমার, তিনি দাগ (১৯৫২) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার অর্জন করেন। দিলীপ কুমার ও শাহরুখ খান সর্বাধিক আটবার এই বিভাগে পুরস্কার লাভ করেন। অমিতাভ বচ্চন সর্বাধিক ৩৪টি মনোনয়ন লাভ করেছেন। সালমান খান কোন পুরস্কার জয় না করা সর্বাধিক ১০ বার মনোনীত অভিনেতা। ইরফান খান মরণোত্তর পুরস্কার বিজয়ী একমাত্র অভিনেতা, তিনি অংরেজি মিডিয়াম (২০২০) চলচ্চিত্রের জন্য মরণোত্তর এই পুরস্কার অর্জন করেন।[১] ৬৭ বছর বয়সে পা (২০০৯) চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করা অমিতাভ বচ্চন এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজয়ী এবং ২১ বছর বয়সে ববি (১৯৭৩) চলচ্চিত্রের জন্য পুরস্কার অর্জন করা ঋষি কাপুর এই বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ী। ২০১৭ সালের জানুয়ারিতে ঋষি স্বীকার করেন ১৯৭৩ সালে তিনি ৩০,০০০ রুপীর বিনিময়ে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ক্রয় করে ছিলেন এবং এজন্য তিনি লজ্জিত।[২] বর্তমান বিজয়ী রাজকুমার রাও বাধাই দো (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।
Remove ads
বিজয়ী ও মনোনীত
সারাংশ
প্রসঙ্গ
নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেতাদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কার আয়োজনের বছর নয়। পুরস্কার আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।




























১৯৫০-এর দশক
১৯৬০-এর দশক
১৯৭০-এর দশক
১৯৮০-এর দশক
১৯৯০-এর দশক
২০০০-এর দশক
২০১০-এর দশক
২০২০-এর দশক
Remove ads
পরিসংখ্যান
একাধিকবার বিজয়ী
|
|
|
একাধিকবার মনোনীত
|
|
|
বয়ঃক্রমিক বিজয়ী
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads