শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার

একাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার
Remove ads

শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার হল একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বাৎসরিক একাডেমি পুরস্কারের একটি বিভাগ। প্রতি বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে কোনো অভিনেত্রীকে প্রধান চরিত্রে অসাধারণ অভিনয়শৈলী প্রদর্শনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। সেরা অভিনেত্রীর পুরস্কার বিজয়ীরা একটি অস্কার মূর্তি পান। মূর্তিটা একটি স্বর্ণে মোড়ানো নাইটের, যে একটি ক্রুসেডারের তলোয়ার ধরে, এক রিল ফিল্মের উপর দাঁড়িয়ে আছে।

দ্রুত তথ্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বিবরণ ...

১ম একাডেমি পুরস্কারের আয়োজন হয়েছিল ১৯২৯ সালে, যেখানে জ্যানেট গেনর সেভেন্থ হেভেন, স্ট্রিট অ্যাঞ্জেল, এবং সানরাইজ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই বিভাগে পুরস্কার লাভ করেন। বর্তমানে এএমপিএএসের অভিনয়শিল্পীদের ভোটে মনোনয়ন প্রদান করা হয়ে থাকে; এবং একাডেমি যোগ্য ভোটিং সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্তির মধ্য দিয়ে বিজয়ী নির্বাচিত হয়। প্রথম তিন বছর কোন অভিনেত্রীর সকল কাজই পুরস্কারের জন্য বিবেচিত হত। ১৯৩০ সালে অনুষ্ঠিত ৩য় একাডেমি পুরস্কার আয়োজন থেকে কেবল একটি চলচ্চিত্রই পুরস্কার বিজয়ীর নামের সাথে উল্লেখ করা হয়। ৯ম একাডেমি পুরস্কার আয়োজন থেকে এই বিভাগে মনোনীত অভিনেত্রী সংখ্যা পাঁচে সীমাবদ্ধ করা হয়।

১৯২৯ সালে শুরুর পর থেকে এএমপিএএস ৮০ জন পৃথক অভিনেত্রীকে এই পুরস্কারে ভূষিত করেছে। ক্যাথরিন হেপবার্ন এই বিভাগে সর্বাধিক চারবার পুরস্কার অর্জন করেছেন এবং তার পরেই তিনটি পুরস্কার নিয়ে রয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ডমেরিল স্ট্রিপ এই বিভাগে সর্বাধিক ১৭ বার মনোনয়ন পেয়েছেন এবং দুইবার এই পুরস্কার অর্জন করেছেন। জিন ইগেলস মরণোত্তর মনোনীত একমাত্র অভিনেত্রী, তিনি দ্য লেটার (১৯২৯) চলচ্চিত্রের অভিনয়ের জন্য মনোনয়ন লাভ করেন। ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন টু উইমেন (১৯৬১) চলচ্চিত্রের জন্য জন্য প্রথম ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার বিজয়ী প্রথম অভিনেত্রী। চিলড্রেন অব আ লেসার গড (১৯৮৬) চলচ্চিত্রের জন্য ২১ বছর বয়সে পুরস্কার বিজয়ী মার্লি ম্যাটলিন এই বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ী এবং ড্রাইভিং মিস ডেইজি (১৯৮৯) চলচ্চিত্রের জন্য ৮০ বছর বয়সে পুরস্কার বিজয়ী জেসিকা ট্যান্ডি এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজয়ী। মনস্টার্স বল (২০০১) চলচ্চিত্রের জন্য বিজয়ী হ্যালি বেরি এই বিভাগে পুরস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী। সাম্প্রতিকতম বিজয়ী মাইকি ম্যাডিসন আনোরা (২০২৪) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার অর্জন করেন।

Remove ads

বিজয়ী ও মনোনীতদের তালিকা

Thumb
জ্যানেট গেনর এই বিভাগে প্রথম বিজয়ী। তিনি সেভেন্থ হেভেন (১৯২৭), সানরাইজ (১৯২৭), ও স্ট্রিট অ্যাঞ্জেল (১৯২৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
ম্যারি পিকফোর্ড ককুট (১৯২৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
নর্মা শিয়েরার দ্য ডিভোর্সি (১৯৩০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
মারি ড্রেসলার মিন অ্যান্ড বিল (১৯৩১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
হেলেন হেইস দ্য সিন অব ম্যাডেলন ক্লডেট (১৯৩২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
ক্যাথরিন হেপবার্ন মর্নিং গ্লোরি (১৯৩৩), গেজ হুজ কামিং টু ডিনার (১৯৬৭), দ্য লায়ন ইন দ্য উইন্টার (১৯৬৮), ও অন গোল্ডেন পন্ড (১৯৮১)-এ অভিনয়ের জন্য সর্বাধিক চারবার পুরস্কৃত হন।
Thumb
ক্লডেট কোলবার্ট ইট হ্যাপেন্ড ওয়ান নাইট (১৯৩৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন। তিনি প্রথম ইউরোপীয় (ফরাসি) বংশোদ্ভূত অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন।
Thumb
বেটি ডেভিস দশটি মনোনয়ন থেকে ডেঞ্জারাস (১৯৩৫) ও জেজেবেল (১৯৩৮)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
লুইস রাইনার প্রথম ব্যক্তি হিসেবে টানা দুটি অস্কার জয় করেন, তিনি দ্য গ্রেট জিগফেল্ড (১৯৩৬) ও দ্য গুড আর্থ (১৯৩৭)-এ জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
ভিভিয়েন লেই গন উইথ দ্য উইন্ড (১৯৩৯) ও আ স্ট্রিটকার নেমড ডিজায়ার (১৯৫১)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
জিঞ্জার রজার্স কিটি ফয়েল (১৯৪০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জোন ফন্টেইন সাসপিশন (১৯৪১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
ইংরিদ বারিমান ছয়বার এই পুরস্কারে মনোনীত হন, এবং গ্যাসলাইট (১৯৪৪) ও আনাস্তাসিয়া (১৯৫৬)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
জোন ক্রফোর্ড মিলড্রেড পিয়ের্স (১৯৪৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
অলিভিয়া ডা হ্যাভিলন্ড টু ইচ হিজ ওন (১৯৪৬) ও দি এয়ারেস (১৯৪৯)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
জুডি হলিডে বর্ন ইস্টারডে (১৯৫০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
অড্রি হেপবার্ন রোমান হলিডে (১৯৫৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
গ্রেস কেলি দ্য কান্ট্রি গার্ল (১৯৫৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
এলিজাবেথ টেলর পাঁচটি মনোনয়ন থেকে বাটারফিল্ড এইট (১৯৬০) ও হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ (১৯৬৬)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
টু উইমেন (১৯৬১)-এ অভিনয় করে পুরস্কার জয়ী সোফিয়া লরেন ইংরেজি ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম বিজেতা।[]
Thumb
জুলি অ্যান্ড্রুজ ম্যারি পপিন্স (১৯৬৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
বারবারা স্ট্রাইস্যান্ড ফানি গার্ল (১৯৬৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জেন ফন্ডা ছয়টি মনোনয়ন থেকে ক্লুট (১৯৭১) ও কামিং হোম (১৯৭৮)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
স্যালি ফিল্ড নর্মা রাই (১৯৭৯) ও প্লেসেস ইন দ্য হার্ট (১৯৮৪)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
মেরিল স্ট্রিপ সতেরটি মনোনয়ন হতে সোফিস চয়েস (১৯৮২) ও দি আয়রন লেডি (২০১১)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
শার্লি ম্যাকলেইন পাঁচবার মনোনীত হন এবং টার্মস অব এনডিয়ারমেন্ট (১৯৮৩)-এ অভিনয়ের জন্য একবার পুরস্কৃত হন।
Thumb
২১ বছর বয়সে চিলড্রেন অব লেসার গড (১৯৮৬)-এ জন্য পুরস্কার জয়ী মার্লি ম্যাটলিন এই বিভাগের সর্বকনিষ্ঠ বিজেতা।
Thumb
শের মুনস্ট্রাক (১৯৮৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জোডি ফস্টার দি অ্যাকিউজড (১৯৮৮) ও দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস (১৯৯১)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
৮০ বছর বয়সে ড্রাইভিং মিস ডেইজি (১৯৮৯)-এ অভিনয়ের জন্য এই পুরস্কার বিজয়ী জেসিকা ট্যান্ডি এই বিভাগের সর্বজ্যেষ্ঠ বিজয়ী।
Thumb
এমা টমসন হাওয়ার্ডস এন্ড (১৯৯২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জেসিকা ল্যাং পাঁচবার মনোনীত হন এবং ব্লু স্কাই (১৯৯৪)-এ অভিনয়ের জন্য একবার পুরস্কৃত হন।
Thumb
সুজান সার‍্যান্ডন পাঁচবার মনোনীত হন এবং ডেড ম্যান ওয়াকিং (১৯৯৫)-এ অভিনয়ের জন্য একবার পুরস্কৃত হন।
Thumb
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ফার্গো (১৯৯৬), থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭) ও নোম্যাডল্যান্ড (২০২০)-এ অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।
Thumb
গ্বিনিথ পালট্রো শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮)-এ তার দ্বৈত ভূমিকার জন্য পুরস্কৃত হন।
Thumb
হিলারি সোয়াঙ্ক বয়েজ ডোন্ট ক্রাই (১৯৯৯) ও মিলিয়ন ডলার বেবি (২০০৪)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
জুলিয়া রবার্টস এরিন ব্রকভিচ (২০০০)-এ এরিন ব্রকভিচ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
হ্যালি বেরি মনস্টার্‌স বল (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন। তিনি এই বিভাগে পুরস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী।[]
Thumb
নিকোল কিডম্যান দি আওয়ার্স (২০০২)-এ ভার্জিনিয়া উল্‌ফ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
শার্লিজ থেরন মনস্টার (২০০৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন। তিনি প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এই পুরস্কার জিতেন।
Thumb
রিজ উইদারস্পুন ওয়াক দ্য লাইন (২০০৫)-এ জুন কার্টার ক্যাশ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
হেলেন মিরেন দ্য কুইন (২০০৬)-এ রানী দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
মারিয়োঁ কোতিয়ার লা ভি অঁ রোজ (২০০৭)-এ এদিত পিয়াফ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন, তিনি ফরাসি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী প্রথম ব্যক্তি।
Thumb
কেট উইন্সলেট দ্য রিডার (২০০৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
সান্ড্রা বুলক দ্য ব্লাইন্ড সাইড (২০০৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
ন্যাটালি পোর্টম্যান ব্ল্যাক সোয়ান (২০১০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জেনিফার লরেন্স সিলভার লাইনিংস প্লেবুক (২০১২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
কেট ব্লানচেট ব্লু জেসমিন (২০১৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জুলিঅ্যান মুর স্টিল অ্যালিস (২০১৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
ব্রি লারসন রুম (২০১৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
চিত্র:File: EmmaStoneSept09.jpg
এমা স্টোন লা লা ল্যান্ড (২০১৬) ও পুওর থিংস (২০২৩)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
Thumb
অলিভিয়া কলম্যান দ্য ফেভারিট (২০১৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
রানে জেলওয়েগার জুডি (২০১৯)-এ জুডি গারল্যান্ড চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
জেসিকা চ্যাস্টেইন দি আইজ অব ট্যামি ফে (২০২১)-এ ট্যামি ফে মেসনার চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
Thumb
মিশেল ইয়ো এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন, তিনি এই বিভাগে প্রথম দক্ষিণ এশীয় বিজয়ী।

১৯২৭-১৯৩৫

আরও তথ্য বছর, অভিনেতা ...

১৯৩৬-১৯৩৯

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

১৯৪০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

১৯৫০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

১৯৬০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

১৯৭০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

১৯৮০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

১৯৯০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

২০০০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

২০১০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

২০২০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
Remove ads

একাধিক বিজয় ও মনোনয়ন

নিমোক্ত অভিনেত্রীগণ এই বিভাগে দুই বা ততোধিক পুরস্কার অর্জন করেছেন:

আরও তথ্য জয়, অভিনেত্রী ...

একই চরিত্রে একাধিকবার মনোনয়ন

আরও তথ্য চরিত্র, অভিনেত্রী ...

একই চলচ্চিত্র থেকে একাধিক মনোনয়ন

আরও তথ্য বছর, অভিনেত্রী ...

বয়ঃক্রমিক বিজয়ী ও মনোনীত

আরও তথ্য রেকর্ড, অভিনেত্রী ...
Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads