শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সঙ্গীত নাটক অকাদেমি

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সঙ্গীত নাটক অকাদেমি
Remove ads

সঙ্গীত নাটক একাডেমি বা রাষ্ট্রীয় সঙ্গীত, নৃত্য ও নাটক একাডেমি ভারত সরকারের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সঙ্গীত, নাটক ও নৃত্যের বিকাশ ও প্রচারের উদ্দেশ্যে স্থাপন করা একটি সরকারী সংস্থা। এর মুখ্য কার্যালয় দিল্লীর ফিরোজশাহ রাস্তার রবীন্দ্র ভবনে অবস্থিত।

দ্রুত তথ্য গঠিত, সদরদপ্তর ...
Remove ads

ইতিহাস

১৯৫২ সালের ৩১ মে তারিখে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা করা হয়। এর প্রথম নির্দেশক ছিলেন ডঃ পি. ভি. রাজমান্নার। ১৯৫৩ সালের ২৮ জানুয়ারী তারিখে ভারতের রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ সংসদ ভবনে আয়োজিত এক বিশেষ কার্যসূচীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। একাডেমিটি সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করে।

কার্য

একাডেমিটি দেশের প্রদর্শনী কলা অর্থাৎ সঙ্গীত, নৃত্য ও নাটকের শীর্ষ প্রতিষ্ঠান হিসাবে কার্য করে। ভারতীয় প্রদর্শনী কলার বিকাশ ও প্রচার এর অন্যতম প্রধান লক্ষ্য। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য স্বরূপ প্রদর্শনী কলার মাধ্যমে প্রচার করা হয়। এটি দেশে বিদেশে নানা অনুষ্ঠান ও কার্যসূচী আয়োজিত করে। এছাড়া সরকারের সাথে মিলে প্রদর্শনী কলার উন্নতির জন্য কাজ করে।

সঙ্গীত নাটক একাডেমির প্রতিষ্ঠা করা কয়েকটি প্রতিষ্ঠান হল,

এছাড়া একাডেমিটি

  • নাটক, সঙ্গীত ও নৃত্য পরিবেশন ও শিক্ষণে আর্থিক সাহায্য প্রদান করে।
  • প্রদর্শনী কলার গবেষণা, তথ্য চিত্র ও প্রকাশের জন্য পুঁজির যোগান দেয়।
  • সভা, সমিতি, আলোচনা চক্রের আয়োজন করে।
  • প্রদর্শনী কলার ইলেকট্রনিক মাধ্যমে সংরক্ষণ করে।
  • সরকারকে বিভিন্ন দিকে পরামর্শ প্রদান করে।
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads