শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সন্তোষ, বাংলাদেশ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সন্তোষ, বাংলাদেশ
Remove ads

সন্তোষ ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার একটি স্থান। ব্রিটিশ শাসনের আগে এটি 'খোশনদপুর' নামে পরিচিত ছিল। এই স্থানটি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কারণে বিখ্যাত।

Thumb
সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার

মওলানা ভাসানী তার জীবনের শেষ কয়েকটি বছর সন্তোষে কাটান। তিনি ১৯৭৪ সালে "সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠা করেন। ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও উপার্জনের উৎস স্থাপন করেন যার মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মেয়ে ও ছেলেদের উচ্চ বিদ্যালয়, কলেজ, সাবান শিল্প, তুলো শিল্পসহ অনেক প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মওলানা ভাসানীর মৃত্যুর পর সন্তোষের পীর শাহজামান দীঘির পাশে তাকে সমাধিস্থ করা হয়। এখানেই তার মাজার শরীফ রয়েছে।

Remove ads

সন্তোষ ট্রফি

এটি প্রতি বছর ভারতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি স্যার মন্মথনাথ রায় চৌধুরীর নামানুসারে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads