শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সভান্তে আরিয়েনিউস

সুয়েডীয় রসায়নবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সভান্তে আরিয়েনিউস
Remove ads

সভান্তে আউগুস্ট আরিয়েনিউস (১৯ ফেব্রুয়ারি ১৮৫৯ – ২ অক্টোবর ১৯২৭) ছিলেন একজন সুয়েডীয় বিজ্ঞানী যিনি ১৯০৩ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ১৯০৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নরওয়েজিয়ান নোবেল ইনিস্টিটিউ-এর পরিচালক ছিলেন।মূলত তিনি একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি ১৯০৩ সালে রসায়নতে নোবেল পুরস্কার জিতেছেন, এবং ভৌত রসায়ন প্রতিষ্ঠাতা ছিলেন। পরে, তিনি অন্যান্য বৈজ্ঞানিক সমস্যার দিকে মনোযোগ দেন। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি ভেবেছিলেন,জীবাশ্ম জ্বালানি দহন প্রক্রিয়াতে, কার্বন ডাই অক্সাইডের নির্গমনে বৈশ্বিক উষ্ণতা (Global Warming) সৃষ্টি করবে।[]

দ্রুত তথ্য সভান্তে আরিয়েনিউস, জন্ম ...
Thumb
সুইডেনের উপশালায় আরহেনিয়াস পারিবারিক কবর
Remove ads

প্রাথমিক জীবন

আরহেনিয়াস ১৯ ফেব্রুয়ারি ১৮৫৯ সালে নরওয়ে ও সুইডেন ইউনাইটেড কিংডমস এর কাছে ভিক (Vik) -এ জন্মগ্রহণ করেন। তিনি স্বান্তে গুস্তাভ এবং ক্যারোলিনা থানবার্গ এরহেনিয়াসের পুত্র।

বিয়ে ও পরিবার

অবদান

আরো দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads