শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সরই ইউনিয়ন

বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সরই ইউনিয়নmap
Remove ads

সরই বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য সরই, ৫নং সরই ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

সরই ইউনিয়নের আয়তন ২৩,০৪০ একর (৯৩.২৪ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৪,৮৬৩জন। এর মধ্যে ১০,১৪৮জন মুসলিম, ১,৯০৫জন খ্রিস্টান, ১,৬৯৯জন বৌদ্ধ, ৩৭৯জন হিন্দু ও ৭৩২জন অন্যান্য ধর্মের অনুসারী। []

অবস্থান ও সীমানা

লামা উপজেলার সর্ব-উত্তরে সরই ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে গজালিয়া ইউনিয়ন; পশ্চিমে ফাইতং ইউনিয়ন, আজিজনগর ইউনিয়ন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নচরম্বা ইউনিয়ন; উত্তরে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নবান্দরবান জেলাধীন সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নরুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সরই ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আন্ধারী জালামপুর
  • আন্ধারী পাড়া
  • কম্পোনিয়া পাড়া
  • জোড়মনি
  • ডলুছড়ি
  • লেমুপালং
  • হাসনাপাড়া
  • কেয়াজুপাড়া
  • ঠুন্যা পাড়া

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সরই ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৩%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ:::

কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ


↘️মাদরাসাঃ↘️ ➡️রহমতখোলা শাহ্ আমজাদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। ➡️রহমতখোলা শাহ্ আমজাদিয়া হেফজখানা। ➡️শাহ্ জব্বারিয়া হেফজেখানা, হাছনাপাড়া।

মাধ্যমিক বিদ্যালয়[]
  • সরই উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • আন্ধারী জালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আন্ধারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কম্পোনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোড়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেমুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
Remove ads

যোগাযোগ ব্যবস্থা

সরই ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-সরই এবং সরই–লোহাগাড়া সড়ক। , এখানে প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি।

হাট-বাজার

সরই ইউনিয়নের প্রধান হাট-বাজার হল সরই কেয়াজুপাড়া বাজার এবং হাছনা পাড়া বাজার। []

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইদ্রিস []

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads