শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সাত শহীদের মাজার
নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান ও সাত শহীদের সমাধিস্থল। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সাত শহীদের মাজার বা সপ্তশিখা নেত্রকোণা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার অন্তর্গত পাহাড়ের পাদদেশে লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িতে অবস্থিত।[১][২]
ইতিহাস
১৯৭১ সালের ২৬ই জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে সাত জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়, যা সাত শহীদের মাজার নামে পরিচিত।[১][২]
শহীদদের নাম
- ডাঃ আব্দুল আজিজ
- মোঃ ফজলুল হক
- মোঃ ইয়ার মাহমুদ
- ভবতোষ চন্দ্র দাস
- মোঃ নূরুজ্জামান
- দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস
- মোঃ জামাল উদ্দিন
উৎস:[১]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads