শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সিঙ্গাপুরের জাতীয় পতাকা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সিঙ্গাপুরের জাতীয় পতাকা দুইটি অনুভূমিক অংশ নিয়ে গঠিত। এর নিচেরটি সাদা এবং উপরেরটি লাল।
- লাল বর্ণের অংশটি মানুষের সার্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যবোধের প্রতীক
- সাদা বর্ণের অংশটি বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক


উপরে বাম দিকের কোনায় একটি সাদা নতুন চাঁদ ও ৫টি সাদা তারকা বৃত্তাকারা সাজানো আছে। চাঁদটি উদীয়মান দেশের প্রতীক, এবং ৫টি তারা হলো গণতন্ত্র, শান্তি, প্রগতি, ন্যায়বিচার ও সাম্য - এই পাঁচটি আদর্শের তাৎপর্যবাহী।
Remove ads
আরও দেখুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads